প্রাক্তন প্রেমিকাকে অস্ত্র উঁচিয়ে হুমকির অভিযোগ। উত্তর কলকাতার কাশীপুরের ঘটনা। হুমকি দেওয়ার অভিযোগে অমিত চক্রবর্তী নামে বছর ২৭-এর এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর সঙ্গে পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন অমিত। বছর খানেক আগে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এর পর থেকেই অশান্তি করছিলেন ওই যুবক।
ওই তরুণী পেশায় আইটি কর্মী। তাঁর অভিযোগ, সম্পর্ক ভাঙার পর থেকে অনবরত তাঁকে নানা ভাবে বিরক্ত করতেন অমিত। ফোন করে কটূক্তি করতেন। এরই মধ্যে শনিবার দুপুরে তাঁর বাড়ির সামনে অস্ত্র নিয়ে চলে আসেন অমিত। সেই সময় তরুণী রাস্তায় ছিলেন। তাঁকে উত্যক্ত করছিলেন অমিত। দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
অভিযোগ, তরুণীর চিৎকার শুনে তাঁর দাদা বাড়ির বেরিয়ে এলে পকেট থেকে ধারালো অস্ত্র বের করে হুমকি দেন অমিত। এর পরই পুলিশে অভিযোগ দায়ের হয়। অমিতকে গ্রেপ্তার করে কাশীপুর থানার পুলিশ। এই ঘটনার পর আতঙ্কিত তরুণী। অভিযোগ, ব্রেকআপের পর তরুণীর অফিস চত্বরে গিয়েও ঝামেলা করে আসেন অমিত।