এক যুবকের মুণ্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গলা কাটার পর তাঁকে পুড়িয়ে মারার চেষ্টাও করা হয়। সোমবার সকালে দত্তপুকুর থানা এলাকার ছোট জাগুলিয়ায় ওই দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে মদের গ্লাস, চিপসের প্যাকেটও পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই যুবককে মদ খাইয়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। অভিযোগ, ওই যুবকের পরণের গেঞ্জি দিয়েই তাঁর হাত-পা বাঁধা হয়েছে। গলা, গোপনাঙ্গেও গভীর ক্ষত রয়েছে। কে বা কারা, কী কারণে তাঁকে খুন করেছে তা এখনও পরিষ্কার নয়। এ দিন সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে দত্তপুকুর থানার পুলিশের টিম।
ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের মালিয়াকুর বাজিৎপুরের মাঝে কৃষি জমি সংলগ্ন মাঠ থেকে সোমবার সকালে দেহ উদ্ধার হয়েছে। উওর ২৪ পরগনা জেলার বারাসত-১ ব্লকের অন্তর্গত এই এলাকা। মালিয়াকুর বাজিৎপুরে পাশাপাশি দু’টি গ্রামের মাঝে বিশাল জমি, রাস্তা। সেই রাস্তা ধরেই বামনগাছি যাতায়াত করেন গ্রামের বাসিন্দারা। তবে কখন এই ঘটনা ঘটেছে তা এখনও অবধি কেউ বলতে পারেননি।
সোমবার সকালে সেই গ্রামের পথেই ভয়াবহ দৃশ্য দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় থানায়। স্থানীয় বাসিন্দা মহম্মদ নিজাম আলি বলেন, ‘সকালে এসে দেখি দেহ পড়ে আছে। মাথা নেই, পুরো নগ্ন অবস্থায় দেখে চমকে উঠেছিলাম। গায়ের গেঞ্জি দিয়েই হাত-পা বাঁধা রয়েছে। পা পুড়ে গিয়েছে, কেরোসিনের গন্ধ চার দিকে। আমরা এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করি। কখনও এ রকম ঘটনা শুনিনি, দেখিওনি।’
এলাকার লোকজন জানান, এখানে কখনও নেশার আসর বসা বা এ ধরনের অপরাধের ঘটনা ঘটেনি। সোমবারের পর থেকে রীতিমতো আতঙ্কিত তাঁরা। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।