• কলকাতার ছায়া নন্দীগ্রামে, পুলিশি প্রহরায় হলো সরস্বতী পুজো
    এই সময় | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • যোগেশচন্দ্র ল কলেজের পরে এ বার নন্দীগ্রাম। সেখানকার সীতানাথ কলেজে সরস্বতী পুজো হলো পুলিশি নিরাপত্তায়। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ (টিএমসিপি) এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্যদের মধ্যে গোলমালের জেরেই পুলিশি প্রহরায় সেখানে সরস্বতী পুজো করার সিদ্ধান্ত নেন কলেজ কর্তৃপক্ষ।

    এই কলেজে সরস্বতী পুজোর আয়োজন করা নিয়ে বিবাদ শুরু হয় টিএমসিপি এবং এবিভিপির সদস্যদের মধ্যে। পুজোয় কাকে ‘ব্রতী’ করা হবে তা নিয়েই গোলমাল চলছিল। সুমন জানা নামে এবিভিপির-র সদস্য ও ওই কলেজের এক পড়ুয়াকে ‘ব্রতী’ করার প্রস্তাব দেওয়া হয়। কলেজের অধ্যক্ষর উপস্থিতিতে একটি বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এবিভিপির অভিযোগ, সুমনকে ব্রতী হতে বাধা দেয় টিএমসিপি।

    যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন নন্দীগ্রাম সীতানন্দ কলেজের টিএমসিপি-র নেতারা। তাঁদের অভিযোগ, ওই কলেজে এবিভিপি-র ছাত্র রাজনীতি করার কোনও অধিকার নেই। কারণ তাঁরা প্রতিনিয়ত কলেজে গোলমাল পাকানোর চেষ্টা করছেন। সেই জন্যই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শুভজিৎ দাস নামের এক ছাত্রকে সরস্বতী পুজোর ব্রতী করা হবে বলে ঠিক হয়। শুভজিৎ টিএমসিপি-র সমর্থক ও ওই কলেজের পড়ুয়া।

    এই ঘটনাকে কেন্দ্র করেই কলেজে সমস্যার সূত্রপাত হয়। তার জেরে কলেজ কর্তৃপক্ষ পুলিশের প্রহরায় সরস্বতী পুজোর আয়োজন করার সিদ্ধান্ত নেন।

    নন্দীগ্রাম কলেজের পরিচালন সমিতির সভাপতি আবু তাহের জানিয়েছেন, বৃহস্পতিবার এবং শুক্রবার কলেজ পরিদর্শন করতে আসার কথা আছে ন্যাক (NAAC)-এর। সেই কারণেই এ বার পুজোতে বড় আয়োজন করতে নিষেধ করা হয়েছে। তবে পুলিশি নিরাপত্তার বিষয়টি নিয়ে তিনি এবং কলেজ কর্তৃপক্ষ কিছু বলতে চাননি।

  • Link to this news (এই সময়)