পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের অন্তর্গত ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের মালিয়াকুর বাজিৎপুরের মধ্যস্থলে মাঠের মাঝে চাষের জমির থেকে উদ্ধার হয় যুবকের গলাকাটা মৃতদেহ। স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, মৃত যুবকের বয়স আনুমানিক চল্লিশ বছর হবে। তাঁর গলাকাটা, যৌনাঙ্গ ক্ষতিগ্রস্ত ছিল। হাত পা বাঁধা অবস্থায় দাহ্য পদার্থ দিয়ে দেহ পোড়ানোর চেষ্টা করা হয়েছিল। আজ সাতসকালে দেহটি গলাকাটা অবস্থায় পাওয়া গেলেও, এখনও মাথার খোঁজে তল্লাশি চালাচ্ছে দত্তপুকুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা মদের বোতল, চিপসের প্যাকেট। নেশার আসরে যুবককে নৃশংসভাবে খুন করে, দেহ পোড়ানোর চেষ্টা করেছিল বলে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত চলছে।