• নেই থাকা, খাওয়ার জায়গা, একসময়ের দাপুটে নেতার এখন রাত কাটছে শ্মশানে ...
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। নেই চিকিৎসা করানোর পয়সা। পরিবারে কেউ নেই। তাই তারাপীঠ শ্মশানেই দিন কাটছে প্রাক্তন বিজেপি নেতার। ভিক্ষে করেই এখন তিনি জোগাড় করছেন তাঁর খাওয়ার টাকা। অথচ একসময় এই ইন্দ্রজিৎ সিনহা ওরফে বুলেট ছিলেন বঙ্গ বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। 

    সেদিনের ইন্দ্রজিৎ একসময় চুটিয়ে করেছেন রাজনীতি। দিলীপ ঘোষ যখন রাজ্যের সভাপতি হয়েছিলেন তখন তাঁর নাম ছড়িয়ে পড়েছিল জেলা ছাড়িয়ে রাজ্যেও। অথচ আর্থিকভাবে তিনি এখন এতটাই দুর্বল যে সাধারণ চিকিৎসা পর্যন্ত করানোর ক্ষমতা তাঁর নেই। নেই থাকা খাওয়ার কোনও ঠিকানা। বেঁচে থাকার জন্য আপাতত ভিক্ষাবৃত্তি সম্বল ইন্দ্রজিতের। গত দু'মাস ধরে তাই তারাপীঠ শ্মশানেই ভিক্ষা করে দিন আনি দিন খাই করে আছেন ইন্দ্রজিৎ। রাত কাটাতে হচ্ছে গাছতলায়। 

    ইন্দ্রজিতের কথায়, 'দলের জন্য একসময় প্রাণপাত করেছি। পার্টির যে কোনও নেতা-কর্মী যখন রোগে আক্রান্ত হয়েছেন তখন তাঁদের জন্য সুলভে ওষুধের ব্যবস্থা করেছি। দলের কাজ করতে গিয়ে প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছিলাম। তাই আজ নিজের চিকিৎসা এমনকী ভরণপোষণের ব্যয়ও বহন করতে পারছি না। তাই বাটি হাতে আজ আমায় ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে। বিজেপি এরাজ্যে আজ অনেক বড় হয়েছে। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল। কিন্তু আমার মতো হারিয়ে যাওয়া সামান্য কর্মীর কথা হয়ত নেতাদের কানে পৌঁছয় না। তারাপীঠের কিছু স্থানীয় মানুষের আশ্রয়ে রয়েছি।' 

    আশার কথা ইতিমধ্যেই ইন্দ্রজিতের এই দুরাবস্থার কথা কানে পৌঁছেছে রাজ্য পর্যায়ের নেতাদের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন, সমাজমাধ্যম থেকে তিনি বিষয়টি জানতে পেরেছেন এবং বীরভূমের জেলা নেতৃত্বকে ইন্দ্রজিতের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে সুকান্ত জানিয়েছেন, পশ্চিমবঙ্গের গোটা বিজেপি পরিবার ইন্দ্রজিতের পাশে আছে।
  • Link to this news (আজকাল)