• হাজারদুয়ারি প্যালেসের অদূরে যুবককে অপহরণের চেষ্টা, রুখে দিলেন স্থানীয় বাসিন্দারা ...
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্য দিবালোকে এক যুবককে অপহরণ করার চেষ্টার ঘটনায় সোমবার দুপুরে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদ থানার অন্তর্গত ইচ্ছাগঞ্জ মোড়ে। আজ দুপুরে কয়েকজন যুবক হাজারদুয়ারি প্যালেস থেকে মাত্র ২০০ মিটার দূরে ইচ্ছাগঞ্জ মোড়ে লালগোলার বাসিন্দা মহম্মদ রবিউল ইসলামকে জোর করে অপহরণ করার চেষ্টা করে। 

    ঘটনাটি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা রুখে দাঁড়ান এবং অপহরণকারীদের ধরে ফেলেন। তবে মুর্শিদাবাদ থানার পুলিশকে ঘটনাস্থলে আসতে দেখে অপহরণকারীরা দৌড়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। 

    সূত্রের খবর, লালগোলার বাসিন্দা মহম্মদ রবিউল ইসলাম নামে পেশায় গাড়িচালক ওই ব্যক্তি আজ তাঁর এক আত্মীয়কে নিয়ে লালবাগে হাজারদুয়ারি প্যালেস দেখতে এসেছিলেন। সেই সময় কয়েকজন তাঁকে ফোন করে ইচ্ছাগঞ্জ এলাকায় দেখা করতে বলেন। রবিউল সেখানে গেলে তাকে জোর করে একটি গাড়ির মধ্যে তুলে নেওয়ার চেষ্টা করে অপহরণকারীরা। রবিউল বাধা দিলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। 

    জামাল শেখ নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, 'ঘটনার সময় আমরা এলাকায় কাজ করছিলাম। হঠাৎই দেখতে পাই একজন যুবককে অন্য কয়েকজন যুবক প্রচণ্ড মারধর করছে এবং জোর করে তাকে একটি গাড়ির মধ্যে তুলে নেওয়ার চেষ্টা করছে। আমরা যখন কাছাকাছি যাই সেই সময়ে আক্রান্ত ঐ ব্যক্তি জানান তাকে অপহরণ করার চেষ্টা করা হচ্ছে। তা শুনে আমরা অপহরণকারীদের বাধা দিই।' বাধা পাওয়ার পর অপহরণকাণ্ডের সঙ্গে যুক্ত রুবেল শেখ নামে এক ব্যক্তি দাবি করেন, 'প্রায় সাত মাস আগে রবিউল ইসলামকে আমার বাবা ১১ লক্ষ টাকা অগ্রিম দিয়েছিল একটি বাড়ি কেনার জন্য। কিন্তু টাকা নেওয়ার পর রবিউল বেপাত্তা হয়ে যান এবং নিজের মোবাইল নম্বরও বদলে ফেলেন।' ওই যুবক বলেন, 'এরপর রবিউলের এক পরিচিতের কাছ থেকে আমরা তাঁর ফোন নাম্বার জোগাড় করি এবং ভুট্টা কিনব এই 'টোপ' দিয়ে লালবাগ-ইচ্ছাগঞ্জ মোড়ে দেখা করতে বলি। আমাদের টাকা ফেরত না দেওয়ার জন্য রবিউলকে আমরা নিজেদের সঙ্গে করে নিয়ে যাচ্ছিলাম।' যদিও আক্রান্ত রবিউল ইসলাম বলেন, 'যারা আমাকে অপহরণ করতে এসেছিল তাদেরকে চিনি না। ওই যুবকরা ফোন করে নিজেদের লালগোলার বাসিন্দা বলে পরিচয় দেওয়াতে আমি তাদের সঙ্গে দেখা করার জন্য ইচ্ছাগঞ্জ মোড়ের কাছে গিয়েছিলাম। কিন্তু হঠাৎই আমাকে মারধর করে একটি গাড়ির মধ্যে তুলে নেওয়ার চেষ্টা হয়।' অন্যদিকে মুর্শিদাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পরই রবিউল ইসলামকে যারা অপহরণ করার চেষ্টা করেছিল তারা দৌড়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। রবিউলকে মুর্শিদাবাদ থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে গেছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)