আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে কুকুর রাখা নিয়ে বিবাদ বাড়ির দুই মালিকের মধ্যে। এল কুকুরকে খুনের হুমকি! প্রতিকার পেতে বাড়ির পোষ্য কুকুরকে নিয়েই পুলিশ থানায় হাজির পোষ্যের মালিক! ঘটনাটি হুগলির কোন্নগরের বাটার মোড় এলাকার। কুকুর খুনের হুমকিতে পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন কুকুরের মালিক।
স্থানীয় সূত্রে খবর, কোন্নগর বাটা সংলগ্ন ক্রাইফার রোড এলাকায় বাড়ি পাত্র পরিবারের। আর্থিক সমস্যার কারণে তাদের বসতবাড়ির দোতলার অংশ তারা বছর কয়েক আগে বিক্রি করে দেন রাধারানী দাস নামে এক মহিলার পরিবারের কাছে। তবে সবকিছুই ঠিক ছিল কিন্তু বছর খানেক ধরে সমস্যা বৃদ্ধি পায় বাড়ির পোষ্য কুকুরের জন্য। পাত্র দম্পতির বাড়িতে রয়েছে দুটি পোষ্য কুকুর। কেন বাড়ির মধ্যে কুকুর থাকবে এই নিয়ে বিস্তর বচসা শুরু হয় দুই পরিবারের মধ্যে। কুকুর বাড়িতে থাকলে কুকুরদের মেরে ফেলে দিয়ে আসবে এমন হুমকি দেয় রাধারানী ও তাঁর পরিবারের লোকজনরা। তাই নিজের কুকুরের জীবন বাঁচাতে পোষ্য সারমেয়কে নিয়ে সোজা পুলিশের কাছে হাজির পাত্র দম্পতি।