• কলকাতা পুলিশের তৎপরতায় ফের বড় ডাকাতির পরিকল্পনা বানচাল
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • গোপাল সাহা: গত ২৭শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ঠিক পরের দিন কলকাতার একেবারে প্রাণকেন্দ্র শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের পাশ থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার হয় পাঁচজন যুবক। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে খাস কলকাতায়।  গ্রেপ্তারির পর চলে তাদের জিজ্ঞাসবাদ।

    ওই পাঁচজন যুবককে পুলিশ  জিজ্ঞাসাবাদের পর উঠে আসে হাড়হিম করা চাঞ্চল্যকর তথ্য। ওই পাঁচজন যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা, আরও চাঞ্চল্যকর তথ্য, তারা সকলেই উচ্চশিক্ষিত। তাহলে কেন এই কাজে যুক্ত হল তারা? প্রাথমিকভাবে জানা গিয়েছিল, আরও বেশি পরিমাণ টাকা উপার্জনের কারণেই উত্তরপ্রদেশ থেকে কলকাতায় আসে।  যদিও আরও কয়েকদফা জিজ্ঞাসাবাদেই উঠে আসে অন্য তথ্য। জানা গিয়েছে, তাদের পরিকল্পনা ছিল বড় লুঠের। পুলিশ জানিয়েছে, ওই পাঁচজনের কাছে পাওয়া  অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সব বিদেশি। 

    পুলিশ সূত্রের খবর, ওই যুবকদের মূলত টার্গেট ছিল কলকাতা বড়বাজার এলাকা। পুলিশী জেরার মুখে যুবকদের স্বীকারোক্তি, বড় বাজারে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে বৃহৎ অঙ্কের টাকা লেনদেনের খবর ছিল তাদের কাছে। খবর নিশ্চিত করে, হাজির হয় কলকাতায়।  কলকাতা পুলিশ এই যুবকদের সূত্র ধরেই উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঘটনার মূল শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছে, জানা গিয়েছে তেমনটাই।
  • Link to this news (আজকাল)