দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা নামার পূর্বাভাস, কবে থেকে?
আজ তক | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সরস্বতী পুজোর সময় তাপমাত্রা বেড়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের নিম্নমুখী হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
তবে, এই তাপমাত্রা হ্রাস সাময়িক হতে পারে। পরবর্তী দুই দিনে তাপমাত্রা আবার ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শীত পুরোপুরি বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই এবং আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
রবিবারও কলকাতার সর্বনিম্ন ছিল তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। ভোরে ২২.১ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি পারদ। স্বাভাবিকের চেয়ে যা সাড়ে ছয় ডিগ্রি উপরে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
মূলত পশ্চিমি ঝঞ্ঝাই এ বারের শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার কারণে রাজ্যে প্রবেশে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। সোমবার নতুন একটি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে বলে জানা গিয়েছে। তাই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমলেও তা স্থায়ী হবে না।
সাধারণভাবে, ফেব্রুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে এবং স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সুতরাং, সাময়িক তাপমাত্রা হ্রাসের পর, কলকাতা ও দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য শীতের বিদায়ের প্রস্তুতি নেওয়া উপযুক্ত হবে।