ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্মেলনের উপদেষ্টা কমিটিতে তন্ময়
দৈনিক স্টেটসম্যান | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
শ্লীলতাহানি বিতর্কের জেরে সিপিএম থেকে ৬ মাসের জন্য সাসপেন্ড হয়েছেন। প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য জায়গা পেলেন পশ্চিমবঙ্গ ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্মেলনের উপদেষ্টা কমিটিতে। চলতি বছর জুলাই মাসে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে মুর্শিদাবাদে। সেই সভার উপদেষ্টা মণ্ডলীতে তন্ময় ভট্টাচার্য ছাড়াও রয়েছেন রবীন দেব, আব্দুল হাই, নিরাপদ সর্দার। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় একথা জানিয়েছেন।
সাসপেন্ডেড তন্ময়ের নাম উপদেষ্টা কমিটির তালিকায় কেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে। এই বিষয়ে সিপিএমের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, তন্ময় ভট্টাচার্য ডিওয়াইএফআই-এর প্রাক্তন নেতা। সংগঠনের সম্মেলন গঠনতন্ত্র মেনে পরিচালিত হয় এবং তার ভিত্তিতেই উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
এক মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠেছে তন্ময়ের বিরুদ্ধে। অভিযোগটি প্রকাশ্যে আসে ২০২৪ সালের ২৭ অক্টোবর। ফেসবুক লাইভে এক মহিলা সাংবাদিক অভিযোগ করেন, সাক্ষাৎকার নেওয়ার সময়ে তন্ময় তাঁর ‘কোলে বসে পড়েন’। বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই সাংবাদিক। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৪৮২ (২) ধারায় মামলা রুজু হয়। দলীয় তদন্তের ভিত্তিতে ৬ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে বামনেতাকে।
ডিওয়াইএফআইয়ের তরফে জানানো হয়েছে, গত এক বছরে সিপিএমের এই যুব সংগঠনে ৫১ হাজার সদস্য বৃদ্ধি পেয়েছে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩ বছরে ডিওয়াইএফআই-এর সদস্য সংখ্যা বেড়েছে ২ লক্ষ ৩০ হাজারেরও বেশি। ২০২৪ সালে ৩১ লক্ষ ৪৪ হাজার ৬৭৩ জন ডিওয়াইএফআই এর সদস্য পদ নিয়েছেন। ২০২৩ সালে এই সংখ্যাটা ছিল ৩০ লক্ষ ৯২ হাজার ৮৮৬। ২০২১ সালে ডিওয়াইএফআই-এর সদস্য সংখ্যা ছিলেন ২৯ লক্ষ ১৩ হাজার ৯৬১।