• আদিবাসী তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আটক এক
    দৈনিক স্টেটসম্যান | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • বাঁকুড়ার ছাতনা থানা এলাকার ঝাঁটিপাহাড়ি এলাকা থেকে উদ্ধার হল এক আদিবাসী তরুণীর মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরের দিকে বাড়ি থেকে বেরিয়েছিলেন তরুণী। তারপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে এলাকাবাসি এবং বাড়ির সদস্যরা মিলে খোঁজাখুঁজি শুরু করলে এলাকার মাঠের ধার থেকে উদ্ধার করা হয় তরুণীর নিথর দেহ। স্থানীয়দের অভিযোগ, তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট আসা না পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না বলেই দাবি পুলিশে।

    ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই এলাকায় গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যেখানে তরুণীর মৃত দেহ উদ্ধার করা হয়েছে, সেই এলাকারও নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে স্থানীয় এক যুবককে। তবে ধর্ষণ করে খুন কিনা, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় বলেই দাবি পুলিশের। যদিও ঘটনাকে ঘিরে পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তরুণীকে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)