• এবার পুজোয় বাধা বোলপুরে! স্কুলের গেটের বাইরে বাগদেবীর আরাধনা পড়ুয়া, অভিভাবকদের
    প্রতিদিন | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • দেব গোস্বামী, বোলপুর: প্রধান শিক্ষক অসুস্থ হয়ে ছুটিতে ছিলেন। অন্যান্য শিক্ষকরা সরস্বতী পুজো করার দায়িত্ব নেননি। আর সেই ঘটনা ঘিরেই তুলকালাম বোলপুর শহরের নিচুবাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের সদর দরজার বাইরেই মূর্তি এনে পুজো করলেন পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দারা। স্কুলের প্রধান শিক্ষকের উপর চড়াও হওয়ার ঘটনাও দেখা যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বোলপুরের ১৬ নং ওয়ার্ডয়ে নিঁচু বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয়ের বয়স ৪৯ বছর। গত ৪৮ বছর ধরে রীতিনীতি মেনে ওই স্কুলে পুজো হয়ে আসছে। এবার সেই পুজো স্কুলের উদ্যোগে হয়নি। কারণ হিসেবে জানা গিয়েছে, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম অসুস্থ থাকায় ছুটিতে ছিলেন। স্কুলে আরও পাঁচজন শিক্ষক ছিলেন। তাঁরাও এবার ওই পুজো করার জন্য উদ্যোগী হননি। সেক্ষেত্রে এবার স্কুলের তরফে কোনও পুজোর আয়োজন হয়নি।

    সোমবার নির্দিষ্ট সময়ে সকালে স্কুলে এসেছিলেন শিক্ষকরা। তারপরই শুরু হয় বিক্ষোভ? কেন স্কুলে পুজো হবে না? সেই প্রশ্ন তোলা হয়। প্রধান শিক্ষককে ঘিরে ধরেও চলতে থাকে বিক্ষোভ। প্রায় মারমুখী হয়ে উঠেছিলেন স্থানীয়দের একটা অংশ। প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, তিনি মোটেও পুজোর বিরোধী নন। তিনি ছুটিতে থাকার জন্য এবার দায়িত্ব নিতে পারেননি। বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্ত্বে আনার চেষ্টা করে। প্রধান শিক্ষককে নিরাপত্তার খাতিরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

    এদিকে পুজোর সময় পেরিয়ে যাচ্ছে। দ্রুত মূর্তি, ফুল, মালা-সহ পুজোর উপকরণ সেখানে আনা হয়। খবর পেয়ে দ্রুত পৌঁছন পুরোহিত। স্কুলের গেটের বাইরে এদিন বাগদেবীর পুজো করা হয়। ঘটনার খবর পেয়ে সেখানে গিয়েছিলেন প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি প্রলয় নায়েক। তিনিও স্থানীয়দের শান্ত করেন। আগামিকাল ওই স্কুলে পুজো উপলক্ষ্যে ভোগ খাওয়ানো হবে। সেই কথাও জানানো হয়।
  • Link to this news (প্রতিদিন)