• বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ১২০ কোটি, রাজ্যের ঝুলি শূন্য! ‘বঞ্চনা’ ইস্যুতে ফের সরব কুণাল
    প্রতিদিন | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদের ইউনুসের সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে পালটে গিয়েছে ভারতের কূটনৈতিক সম্পর্ক। এই পরিস্থিতিতেও বাংলাদেশের জন্য বাজেট বরাদ্দ কমায়নি ভারত। কিন্তু পশ্চিমবঙ্গের প্রাপ্তির ঝুলি শূন্য। তার জেরেই ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা ইস্যুতে সরব হলেন অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বললেন, “রাজ্যের মানুষের এটা জানা উচিত।”

    বাংলার পাওনা দিচ্ছে না কেন্দ্র। বরাবরই এই অভিযোগ সরব হন বাংলার মুখ্যমন্ত্রী। একাধিকবার বকেয়া আদায়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন তিনি। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। বাজেটে পশ্চিমবঙ্গের জন্য কী বরাদ্দ করা হয়, সেদিকেই নজর ছিল সকলের। বাজেট পেশের পর দেখা গেল, বাংলার ঝুলিতে নেই কিছুই। বিহারকে দুহাত ভরিয়ে দিয়েছে কেন্দ্র। এখানেই শেষ নয়। হাসিনা সরকারের পতনের পরই পদ্মাপাড়ে বইছে ভারত বিরোধী হাওয়া। তা সত্ত্বেও বাংলাদেশের জন্য বাজেট বরাদ্দ কমায়নি ভারত। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য বরাদ্দ ছিল ১২০ কোটি টাকা। এবারের বাজেটেও সেই অঙ্ক অপরিবর্তিতই রাখা হয়েছে। তা নিয়েই মুখ খুললেন কুণাল।

    সোমবার কুণাল বলেন, “এটা আন্তর্জাতিক বিষয়। আমরা বাজেট বরাদ্দ নিয়ে আপত্তি করছি না। তবে বাংলার মানুষ এটা জানুক যে, বাংলাদেশও বরাদ্দ পাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ কিছুই পায়নি। এই রাজ্য বঞ্চিত।” অর্থাৎ কেন্দ্রের ভূমিকায় যে তৃণমূল মোটেও ভালোভাবে দেখছে না, তা বুঝিয়ে দিয়েছেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)