লক্ষ্য ২৬-এর নির্বাচন, বিধায়কদের কর্মসূচিতে মমতার নির্দিষ্ট দুটি ছবি ব্যবহারের নির্দেশ নেতৃত্বের
প্রতিদিন | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
ধ্রুবজ্যোতি বন্দ্য়োপাধ্যায়: আগামি দলের বড় লড়াইয়ের প্রস্তুতি শুরু হচ্ছে বাজেট অধিবেশন শেষ করেই। বর্ধিত সভা ডেকে বছরভরের কর্মসূচি বলে দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অভিমুখও সেই সভা থেকেই ঠিক করে দেবেন নেত্রী। তার আগে দলের সমস্ত কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কোন ছবি ব্যবহার করা যাবে তা-ও নির্দিষ্ট করে দিল তৃণমূল নেতৃত্ব।
দলের সর্বস্তরে তো বটেই, বিশেষ করে দলের সমস্ত বিধায়ককে জানিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি নির্দিষ্ট ছবিই সমস্ত কর্মসূচিতে ব্যবহার করতে হবে। ইতিমধ্যে বিধায়কদের জন্য দলনেত্রীর কোনও বার্তা থাকলে তা জানাতে ‘ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বার্স’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া হয়েছে। সেই গ্রুপেই এসেছে ছবি ব্যবহার নিয়ে এই বার্তা। জানানো হয়েছে দলীয় কর্মসূচির জন্য পোস্টার, হোর্ডিংয়ে ওই দুটি ছবিই ঘুরিয়ে ফিরিয়ে রাখতে হবে। বহুল পরিচিত ছবি দুটির একটিতে হাতজোড় করে ‘মমতাদি’-র নমস্কারের ভঙ্গি। সেই পুরনো ঘরের মেয়ে ইমেজ। আরেকটি ছবি কোনও কর্মসূচিতে কারও সঙ্গে কথোপকথনের সময়ের। দুটিতেই মূল থিম ‘জনসংযোগ’।
ছবি দুটি বিধায়কদের দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ‘এখন থেকে মমতাদির এই দুটো ছবি ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে।’ ছাব্বিশের বিধানসভা ভোট আরেক দফায় বিধায়কদের পরীক্ষা। মানুষের কাছে জনসংযোগের বার্তা নিয়েই বিধায়কদের এক বছর গা ঘামাতে হবে। সেই থিমকে সামনে রেখেই যে বিধায়কদের জন্য দলনেত্রীর দুটি ছবি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তা এই বার্তাতেই স্পষ্ট।
মনে রাখতে হবে, মাস কয়েক আগে দলের বৈঠক থেকে মমতা সাফ বলে দিয়েছিলেন বিগত দিনে দলের সংগ্রামের ইতিহাস নিয়ে চর্চা করতে হবে। দলের ছাত্র-যুবদের তা জানাতে হবে। এলাকার জনসংযোগে সরকারি কর্মসূচি নিয়ে বলার পাশাপাশি সেই সংগ্রামের কথা বলেই চলবে প্রচার। ছাব্বিশের নির্বাচনী প্রস্তুতিতে চলতি বছর থেকেই দলকে নানা কর্মসূচি বলে দেওয়া হবে। তার আগেই বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এল এই বার্তা। আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। ওই দিন বিধানসভাতেই পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন মমতা। থাকবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। সেখানেই বিধায়কদের আচরণ নিয়েও নির্দিষ্ট নীতি ঘোষণা করতে পারেন তৃণমূলনেত্রী। তার আগে বিধায়কদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে আসা এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।