• সংস্কৃত মন্ত্র নয়, পূর্ব বর্ধমানে বাংলাতেই বাগদেবীর মন্ত্রপাঠ
    এই সময় | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা....’। সরস্বতী পুজোয় ব্যতিক্রমী প্রয়াস পূর্ব বর্ধমানের জামালপুরে। সংস্কৃত নয়, বাংলাতেই দেবী পুজোর মন্ত্র উচ্চারিত হলো বর্ধমানের মশাগ্রামের সারদা মিশন শিক্ষণ মন্দিরে। সকলে পুষ্পাঞ্জলিও দিলেন বাংলাতেই।

    মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে পুজো হয় সরস্বতীর। কিন্তু এ দিন এই সংস্কৃত মন্ত্র নয় বরং বাংলা ভাষাতেই মন্ত্র পাঠ করে অঞ্জলি দিলেন পড়ুয়ারা। নতুন এই উদ্যোগে খুশি পড়ুয়ারাও। বর্তমানে মাতৃভাষা ও মাতৃভাষায় শিক্ষা নিয়ে বারংবার সওয়ালও করেছেন শিক্ষাবিদরা। সেখানে বাগদেবীর আরাধনা বাংলা ভাষার ব্যবহারকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

    এক পড়ুয়া বলেন, ‘এতদিন সংস্কৃতে মন্ত্রের মানে বুঝতাম না। কিন্তু এ বার তার প্রকৃত অর্থ বুঝতে পারলাম।’ জানা গিয়েছে, এ দিন বাংলায় সরস্বতী মন্ত্রের বইটির আনুষ্ঠানিক প্রকাশ করা হয় ওই বিদ্যালয়ে। স্কুলের শিক্ষক এবং লেখক মারুত কাশ্যপ এই বইটি লিখেছেন।

    অন্যদিকে, সরস্বতী পুজোর অন্য এক উদ্যোক্তা বলেন, ‘ সংস্কৃত ভাষায় উচ্চারিত মন্ত্র বোধগম্য হত না অধিকাংশের কাছেই, তাই মন্ত্রের মর্ম বুঝতে না পেরে তা অনুভবও করতে পারতেন না অনেকেই। সেই কারণেই গূঢ় মন্ত্র উচ্চারণ নয় বরং মন্ত্রকে আরও সহজ সাধারণ করতে মাতৃভাষাতেই ব্যতিক্রমী আয়োজন।’

  • Link to this news (এই সময়)