• সমাজমাধ্যমে পরিচয়, পরে প্রেম, বিয়ের কথা বলে বধূকে ডেকে ‘ধর্ষণ’! মূল অভিযুক্ত ধৃত জয়নগরে
    আনন্দবাজার | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে বধূকে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত। ধৃতের নাম সাবির শেখ। সোমবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মথুরাপুর এলাকা থেকে সাবিরকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। পরিবারের দাবি, ওই বধূ এবং সাবির দু’জনেই বিবাহিত। সমাজমাধ্যম থেকে দু’জনের পরিচয়। সেখান থেকে ধীরে ধীরে প্রেম। বিয়ের কথা বলেই সাবির বধূকে ডেকে নিয়ে গিয়েছিলেন। তার পর তাঁকে ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করেন। চিৎকার শুনে স্থানীয়েরা ছুটে গিয়েছিলেন বলেই প্রাণে রক্ষা পেয়েছেন বধূ।

    যদি পুলিশ সূত্রে খবর, সাবির জেরায় জানিয়েছেন, তিনি ওই বধূকে ধর্ষণ করেননি। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, দু’জনের সম্পর্কের অবনতির কারণেই ওই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘নির্যাতিতা’ বধূ এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

  • Link to this news (আনন্দবাজার)