• দাসনগর ও রামরাজাতলা স্টেশনের মাঝে ভাঙল রেলগেট, তীব্র যানজট এলাকায়
    এই সময় | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সোমবার ভেঙে পড়ল হাওড়ার দাসনগর এবং রামরাজাতলা স্টেশনের মাঝে অবস্থিত একটি রেলগেট। ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ৯টা নাগাদ। এ দিন কামারডাঙা লেবেল ক্রসিংয়ের ওই রেলগেট ভেঙে যায়। এর ফলে সংশ্লিষ্ট ক্রসিং পেরিয়ে যাঁরা সিআইটি রোড বা সাঁতরাগাছি যাতায়াত করেন, বিস্তর সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। খবর দেওয়া হয়েছে রেলের আধিকারিকদের। সূত্রের খবর, দ্রুত ওই রেলগেটটি সারানোর জন্য পদক্ষেপ করা হচ্ছে। তবে রেল পরিষেবা স্বাভাবিক রয়েছে। 

    স্থানীয় সূত্রে খবর, এ দিন রাত সাড়ে ৯টা নাগাদ আচমকাই ভেঙে পড়ে রেলগেটটি। ঘটনায় কেউ আহত হননি। কিন্তু বিস্তর ঝক্কি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। গাড়ি নিয়ে ক্রসিংটি পার করা যাচ্ছে না। অনেকেই ঘটনার বিষয় না জেনে সেখানে আসছেন এবং তাঁদের উল্টো পথে ফিরে যেতে হচ্ছে। ফলে ওই রেলগেট লাগোয়া রাস্তায় তৈরি হয়েছে ব্যাপক যানজট। 

    অনেকে এই রেলগেট পার করে সাঁতরাগাছি বা সিআইটি রোড ধরেন। সমস্যায় পড়তে হয়েছে তাঁদের। পুলিশ কোনও রকম অঘটন এড়ানোর জন্য ওই রাস্তাটি ধরে আপাতত যানচলাচল বন্ধ করেছে। সূত্রের খবর, রেল কর্তৃপক্ষকে ঘটনাটি সম্পর্কে জানানো হয়েছে। দ্রুত যাতে ওই রেলগেটটির সংস্কার করে তা চালু করা হয়, সেই বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে বলেই জানা গিয়েছে। এই দুর্ঘটনার কারণে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। এক নিত্যযাত্রী বলেন, ‘এখানে এসে দেখি রেলগেট ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এখন অনেকটা ঘুরে গন্তব্যে পৌঁছতে হবে।’

  • Link to this news (এই সময়)