উলুবেড়িয়া কালীবাড়িতে সরস্বতী পুজো ঘিরে বিশৃঙ্খলা, অনুষ্ঠান বন্ধ করল পুলিশ ...
আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভিড়ের চাপে বিশৃঙ্খলা উলুবেড়িয়া কালীবাড়িতে। সোমবার বেলা গড়ালে এমন পরিস্থিতি হয় যে পদপিষ্ট হতে পারে এই আশঙ্কায় কালীবাড়ির মন্দিরে সরস্বতী পুজো ঘিরে অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ। এরপর পুলিশের সঙ্গে জনতার একাংশ বচসায় জড়িয়ে পড়ে। যদিও পুলিশ কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাগীরথীর পশ্চিম পাড় লাগোয়া উলুবেড়িয়া কালীবাড়িতে প্রতি বছরের মতো এবারও সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে সোমবার হাজার–হাজার মানুষের ভিড় ছিল। বেলায় আরও ভিড় বাড়তে থাকায় কার্যত দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশের বিশাল বাহিনী হাজির হয়। উপস্থিত জনতাকে শান্ত করতে বারেবারে মাইকে ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত কালীবাড়ির মন্দিরের গেট বন্ধ করে দেয় পুলিশ। ডিজে বন্ধ করে দেওয়ায় পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় একাংশের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়া কালীবাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে একটা সময় বিশৃঙ্খলা খুবই বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠানের গান বন্ধ করে দিয়ে কিছু সংখ্যক মানুষকে সরিয়ে দেওয়া হয়। প্রচুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।
স্থানীয়দের দাবি, ডিজেতে গান বাজছিল। কিছু সংখ্যক যুবক–যুবতী নাচছিলেন। একটা সময় বিশৃঙ্খলা বেড়ে যাওয়ায় সামাল দিতে পুলিশ ডাকা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষপর্যন্ত অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।