আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি। আলমারি ভেঙে কয়েক ভরি সোনার গয়না ও লক্ষাধিক নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতী দল। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার সোহাই শ্বেতপুর এলাকায়। গত ডিসেম্বর মাসে দেগঙ্গায় পঞ্চায়েত সদস্যের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল। মাস ঘুরতেই সেই দেগঙ্গাতেই ফের ডাকাতির ঘটনা ঘটল। আতঙ্কিত বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত আটটা নাগাদ দেগঙ্গার সোহাই–শ্বেতপুর পঞ্চায়েতের নুনেরআটি গ্রামে বাইক আরোহী একদল দুষ্কৃতী হানা দেয়। ওই দুষ্কৃতীরা ইব্রাহিম দফাদার নামে এক ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয়। তখন বাড়িতে পুরুষরা কেউ ছিলেন না। দুই মহিলা ছিলেন। মহিলাদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে অবাধে লুঠপাট চলে। আলমারি ভেঙে দুষ্কৃতীরা সোনার গয়না ও নগদ প্রায় এক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা মকলেশুর রহমান বলেন, ‘ঘটনার সময় ইব্রাহিম বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী ও পুত্রবধূ ছিলেন। আর তখনই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। প্রায় এক লক্ষ টাকা নগদ ও সোনার গয়না খোয়া গিয়েছে। দুষ্কৃতীরা কালো পোশাকে এসেছিল। মুখে ছিল কালো মাস্কে ঢাকা। ফলে কাউকেই চেনা যায়নি।’
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ডিসেম্বর মাসের ডাকাতির সঙ্গে এদিনের ডাকাতির দলের কোনও যোগসাজশ আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।