• লাভপুরে ফের পুলিশের ওপর হামলা, ইটের আঘাতে আহত এক পুলিশকর্মী
    আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের লাভপুরে ফের পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় লাভপুরের তারুলিয়া হাটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের ওপর ইট ছোঁড়া হয়। ঘটনায় এক পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সিউড়ি থেকে লাভপুরের লায়েকপুর যাওয়ার একটি বাস চৌহাট্টার কাছে পৌঁছালে এক যাত্রী নামতে গিয়ে পড়ে যান। তিনি বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন বাসটিকে আটকে বাসচালক ও কন্ডাক্টরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরে বাস মালিকের লোকজন লায়েকপুর গ্রামে গিয়ে ওই পরিবারের ওপর হামলা চালাতে গেলে পুলিশ বাধা দেয়। এরপর তারুলিয়া হাট এলাকায় পুলিশকেও আক্রমণ করা হয় ।

    পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লাভপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। সংঘর্ষে এক পুলিশ কর্মী, বাস মালিকপক্ষের তিনজন ও যাত্রীর পরিবারের একজন গুরুতর আহত হন। যাত্রীর পরিবারের ওই সদস্যকে চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    লাভপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হয়েছে।
  • Link to this news (আজকাল)