• বাজেটে বাংলা ব্রাত্য? 'মমতার আমলের চেয়ে ৩ গুণ বেশি বরাদ্দ,' দাবি রেলমন্ত্রীর
    আজ তক | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • এবারের বাজেটে সংসদে ভাষণ দেওয়ার সময় রেল প্রসঙ্গ উত্থাপন করেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে জল্পনা শুরু হওয়ার মাঝেই ট্যুইট করে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন রেলমন্ত্রী।  ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেটে রেলের জন্য ২ লক্ষ ৫২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান অশ্বিনী বৈষ্ণব। এবারের রেল বাজেট নিয়ে উচ্ছ্বসিত দেখায় অশ্বিনী বৈষ্ণবকে। তবে এই বাজেটে বাংলা কত পাবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বাংলার প্রতি বঞ্চনার অভিযোগও ওঠে। এই নিয়ে সোমবার প্রতিক্রিয়া দিলেন রেলমন্ত্রী।

     রেল বাজেটে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ উড়িয়ে দিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যা বরাদ্দ করা হত, তার তুলনায় এবারের বাজেটে তিনগুণ বেশি বরাদ্দ করা হয়েছে৷ শুধু তাই নয়, বাংলায় জমি অধিগ্রহণে সমস্যার কারণেই রেলপ্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে বলে ফের সরব হয়েছেন রেলমন্ত্রী৷ জমি অধিগ্রহণে রাজ্য সরকারের সাহায্য চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও করেছেন তিনি৷

    রেলমন্ত্রীর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ইউপিএ জমানায় পশ্চিমবঙ্গে রেলের যা বরাদ্দ হতো, তার থেকে তিনগুণ বেশি বরাদ্দ করা হয়েছে। হিসাবের খতিয়ানও তুলে ধরেন তিনি। রেলমন্ত্রী বলেন, এ রাজ্যের জন্য ১৩ হাজার ৯৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রেলওয়ের তরফে পশ্চিমবঙ্গে ৬৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। রাজ্যে ১০১টি স্টেশন অমৃত স্টেশন প্রকল্পে পুননির্মাণ করা হচ্ছে। এ রাজ্যে নতুন অমৃত ভারত ট্রেন শুরু হতে চলেছে। রাজ্যে ১ হাজার ২৯০ কিলোমিটার নতুন ট্র্যাক তৈরি হয়েছে। ১৯৮২ সালে কলকাতা মেট্রো প্রোজেক্ট শুরু হয়েছে। গত ৪২ বছরে ২৮ কিলোমিটার ট্র্যাক তৈরি হয়েছে। গত ১০ বছরে ৩২ কিলোমিটার ট্রাক তৈরি হয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রেও জমি জট রয়েছে।

    রীতিমতো তথ্য পরিসংখ্যান দিয়ে  বাংলাকে বঞ্চনার অভিযোগ ভুল প্রমাণ করার চেষ্টা করেছেন রেলমন্ত্রী৷ তিনি দাবি করেন, ১৯৭২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ২৮ কিলোমিটার মেট্রো রেলপথ তৈরি হয়েছিল বাংলায়৷ সেখানে ২০১৪ সাল থেকে আজ পর্যন্ত আরও ৩১ কিলোমিটার মেট্রোরেল পথ চালু করা হয়েছে৷ রেলমন্ত্রী বলেন, ‘বাংলায় ১০১টি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে৷ বাংলায় ৯টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে৷ যে সংখ্যা অত্যন্ত উল্লেখযোগ্য৷ এ ছাড়াও একটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনও পেয়েছে বাংলা৷’

    সাংবাদিক বৈঠকে মমতা ন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকার প্রসঙ্গও তুলে আনেন  অশ্বিনী বৈষ্ণব। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন এক সময়। সেই সময়ের সঙ্গে যদি তুলনা করা হয়, তার থেকেও তিন গুণ বেশি বরাদ্দ করা হয়েছে। রেলওয়ের তরফে পশ্চিমবঙ্গে ৬৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। রেলের কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হল জমি অধিগ্রহণ। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার অনুরোধ এই বিষয়ে পদক্ষেপ করুন।”  উল্লেখ্য, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর-সহ একাধিক জেলায় জমি অধিগ্রহণের কারণে রেল প্রকল্প আটকে রয়েছে বলে দাবি করছেন বৈষ্ণব। তাঁর বক্তব্য, বাংলার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে তাঁরা শুধুমাত্র আবেদন করতে পারেন।
  • Link to this news (আজ তক)