• দলের কর্মসূচিতে মমতার নির্দিষ্ট দুটি ছবি ব্যবহারের নির্দেশ
    দৈনিক স্টেটসম্যান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের ভাবমূর্তি ঠিক রাখতে কোনও খামতি রাখতে চাইছে না নেতৃত্ব। এর জন্য আগে থেকে বিভিন্ন বিষয়ে নির্দেশ দিয়ে রাখতে চাইছেন তাঁরা। সম্প্রতি দলের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কোন ছবি ব্যবহার করা যাবে তা নিয়েও নির্দিষ্ট সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কথা দলের সমস্ত বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

    বিধায়কদের জন্য দলনেত্রীর কোনও বার্তা থাকলে তা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। এই গ্রুপের নাম ‘ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বার্স।’ এই গ্রুপেই বার্তা এসেছে, দলীয় কর্মসূচির কোনও পোস্টার বা হোর্ডিংয়ে তৃণমূল নেত্রীর দুটি নির্দিষ্ট ছবিই ব্যবহার করতে হবে। এর অন্যথা করা যাবে না। এই দুটি ছবির মধ্যে একটিতে মমতা হাতজোড় করে আছেন। দুটি ছবিতেই তিনি সাইড ফেস করে আছেন। জনসংযোগের সময়ই ছবিগুলি তোলা হয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগকেই বেশি করে গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূল সুপ্রিমোর এই দুটি ছবিকেই বেছে নেওয়া হয়েছে। হোয়াটস অ্যাপ গ্রুপে ছবি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ‘এখন থেকে মমতাদির এই দুটো ছবি ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

    রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শেষ হওয়ার পর জোরকদমে প্রচারের ময়দানে নামবে বিধায়করা। ২০২৬ সালে ফের ক্ষমতায় ফিরতে জনসংযোগকেই হাতিয়ার করবে নেতৃত্ব। এই কারণে এখন থেকে শুরু হয়েছে প্রস্তুতি। এই আবহে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শুরুর দিনই অর্থাৎ ১০ ফেব্রুয়ারি তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকেই সারা বছর দলের কর্মসূচির কথা বলে দেবেন তিনি। পাশাপাশি বিধায়কদের আচরণ সম্পর্কেও নির্দিষ্ট নীতি ঘোষণা হতে পারে। এর আগেই জনসংযোগের মাধ্যমে দলের সংগ্রামের ইতিহাস সাধারণ মানুষের সামনে তুলে ধরার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এই আবহে দলের কর্মসূচিতে তৃণমূল নেত্রীর ছবি ব্যবহার নিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)