• গেট বন্ধ করে হরিণঘাটার স্কুলে সরস্বতী পুজো, নামল র‍্যাফ
    দৈনিক স্টেটসম্যান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • এবার হরিণঘাটার দাসপোলডাঙা প্রাথমিক স্কুলে সরস্বতী পুজোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল। সোমবার পুজোর সময় হাজির ছিলেন পুলিশ ও র‍্যাফ। এ বছরই প্রথম এই স্কুলে পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর প্রথম বছরেই পুজো ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল।

    হরিণঘাটার দাসপোলডাঙা প্রাথমিক স্কুলে এ বছরই প্রথম পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মতো শুরু হয় প্রস্তুতি। এরপর সরস্বতী পুজো করা হবে এই খবর পেয়ে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর চড়াও হন এক ব্যক্তি। তাঁকে বদলির হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই সংক্রান্ত একটি ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, তৃণমূলের এক নেতা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকি দিচ্ছেন। যদিও দলের সঙ্গে অভিযুক্তের যোগ অস্বীকার করেছে তৃণমূল জেলা নেতৃত্ব।

    এই আবহে সোমবার হরিণঘাটার দাসপোলডাঙা প্রাথমিক স্কুলে করা হল সরস্বতী পুজো। স্কুল চত্বরে ছিল কড়া পুলিশি প্রহরা। উত্তেজনা রুখতে নামাতে হয় র‍্যাফও। নিরাপত্তার কথা মাথায় রেখে স্কুলের দরজা বন্ধ রেখেই করা হয় পুজো। এমনকী অভিভাবকরাও স্কুলে প্রবেশ করতে পারেননি। স্কুলের বাইরে দাঁড়িয়েই তাঁরা উলুধ্বনি দেন। নির্ঘণ্ট মেনেই আয়োজিত হয় পুজো।
    সোমবার পুজোর সময় স্কুলে উপস্থিত ছিলেন হরিণঘাটার বিডিও মহর্ষিতা বিশ্বাস। তাঁর দাবি, কোনও সমস্যা হয়নি। নির্বিঘ্নেই স্কুলে পুজো করা হয়েছে। আর পাঁচটা স্কুলে যেভাবে পুজো হয় তেমনভাবেই হরিণঘাটার এই স্কুলে পুজোর আয়োজন করা হয়েছিল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)