• কলকাতায় গা ঢাকা দেওয়া গাড়ি বিক্রি চক্রের অপরাধী ধৃত
    প্রতিদিন | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • অর্ণব আইচ: ভিন রাজ্যে ভাড়ার গাড়ি বিক্রি করে কলকাতায় এসে গা ঢাকা দিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু শেষরক্ষা হল না। সুদূর অসম থেকে পুলিশ হানা দিল কলকাতায়। সন্দীপ সিং নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হল। ধৃতকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।

    জানা গিয়েছে, ধৃত সন্দীপ সিং নামে ওই ব্যক্তি অসমের গুয়াহাটির বাসিন্দা। ওই এলাকারই বাসিন্দা পম্পি বর্মণ নামে এক মহিলা দিসপুর থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। জানা গিয়েছে, পম্পি বর্মণের কাছ থেকে দুটি গাড়ি ভাড়ায় নিয়েছিলেন। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও গাড়ি পাচ্ছিলেন না তিনি। ভাড়ার টাকা, গাড়ি দেওয়া তো দূর। ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ পর্যন্ত করা যাচ্ছিল না।

    পুলিশ তদন্তে নেমে জানতে পারে, সন্দীপ দুটি গাড়িই নাগাল?্যান্ডে বিক্রি করে দিয়েছেন। শুধু তাই নয়, অসমের বিভিন্ন জায়গায় পুলিশের ভয়ে তিনি গা ঢাকা দিয়ে থাকছেন। বেশ কয়েক দিন আগে অসম পুলিশ জানতে পারে ওই ব্যক্তি পশ্চিমবঙ্গের কলকাতার এমজি রোড সংলগ্ন এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছেন। এরপরেই কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে অসমের তদন্তকারীরা। সোমবার কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় অসম পুলিশ। সন্দীপকে গ্রেপ্তার করা হয়। 

    পুলিশের দাবি, এর আগেও এই ব্যক্তির নামে এমন অভিযোগ উঠেছে। তদন্তকারীদের অনুমান, গাড়ি বিক্রি চক্রের সঙ্গে এই ব্যক্তি জড়িয়ে আছে। আরও একাধিক ব্যক্তি ওই চক্রের সঙ্গে জড়িয়ে আছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ করা হবে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)