• TMC নেতার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার ছক! শেষরক্ষা হল না
    প্রতিদিন | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • রাজা দাস, বালুরঘাট: তৃণমূল নেতার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণার ছক! কিন্তু শেষরক্ষা হল না। ঘটনাটি জানামাত্রই সোমবার গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেন পেশায় শিক্ষক ওই তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। তাঁর সম্মানহানির জন্যই পরিকল্পনামাফিক এই কাজ করা হয়েছে বলেই দাবি অভিযোগকারীর।

    জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের ইন্দ্রনারায়ণপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত মুখোপাধ্যায়। দিন কয়েকআগে সুব্রতবাবুকে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি করা হয়েছে। অভিযোগ, তারপরই ওই শিক্ষক নেতা সুব্রতবাবুর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। সেই অ্যাকাউন্ট থেকে সুবতবাবুর পরিচিতদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই হোয়াটসঅ্যাপ নম্বর চাওয়া হচ্ছে। এরপর চাওয়া হচ্ছে টাকা।

    বিষয়টি জানামাত্রই গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শংকর সরকার, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রঞ্জন প্রামানিককে নিয়ে গঙ্গারামপুর হাজির হন থানায় সুব্রত বাবু। এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগকারী জানান, পরিচিত কয়েকজন ফোন করে বিষয়টি জানান। এরপরই ভুয়ো প্রোফাইলটি দেখতে পান তিনি। কিন্তু নেপথ্যে কে বা কারা? পুলিশি তদন্তে দ্রুতই তা স্পষ্ট হবে বলে আশাবাদী তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)