সংবাদ প্রতিদিন আয়োজিত ‘সরস্বতীর সেরা স্কুল’ প্রতিযোগিতায় সেরা কারা?
প্রতিদিন | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
স্টাফ রিপোর্টার: সংবাদ প্রতিদিন আয়োজিত ‘সরস্বতীর সেরা স্কুল’ প্রতিযোগিতায় কাদের মাথায় উঠল সেরার শিরোপা? কারা হাঁকল ছক্কা? বসন্ত পঞ্চমীর সঙ্গেই অপেক্ষার হল অবসান। শেষদানে কিস্তিমাত করে এবার জেআইএস নিবেদিত ‘সরস্বতীর সেরা স্কুল’ পাওয়ার্ড বাই অ্যাডামাস ইউনিভার্সিটি প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে নিয়েছে বিডিএম ইন্টারন্যাশনাল। তারা জিতে নিচ্ছে নগদ ২৫ হাজার টাকা।