• পিডিএসের ২৫ বছর, সাইফুদ্দিন চৌধুরীকে নিয়ে ক্যালেন্ডার প্রকাশ সমীর পুততুণ্ডের
    প্রতিদিন | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০১ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে, অর্থাৎ ২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল পার্টি অফ ডেমোক্রেটিক সোশালিজম বা পিডিএস। প্রতিষ্ঠাতা প্রাক্তন দুই সিপিএম নেতা সাইফুদ্দিন চৌধুরী এবং সমীর পুততুণ্ড। ২০১৪ সালে প্রয়াত হন সাইফুদ্দিন। পিডিএসের ২৫ বছরে সাইফুদ্দিনকে সম্মান জানাতে তাঁর ছবি ও বক্তব্যের ক্যালেন্ডার প্রকাশ করল দল।

    এন্টালিতে পিডিএসের সদর দপ্তরে সাইফুদ্দিন চৌধুরীর ছবি ও বক্তব্যের ক্যালেন্ডারের আনুষ্ঠানিক প্রকাশ হয়। প্রকাশ করেন সাধারণ সম্পাদক সমীর পুততুণ্ড এবং সম্পাদিকা অনুরাধা দেব। সংক্ষিপ্ত বক্তব্যে সমীর জানান, সাইফুদ্দিন চৌধুরীর নাম ও বক্তব্যকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দূরদর্শী নেতা ছিলেন। আজকে স্পষ্ট যে আমাদের সিদ্ধান্ত বাস্তব সম্মত ছিল। মানুষের থেকে বামপন্থীদের বিচ্ছন্নতা চরমে পৌঁছে গিয়েছে। মানুষের জন্য যে নেতা জীবন উৎসর্গ করেছেন, আমাদের দায়িত্ব তাঁকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। সমীর আরও বলেন, বামদের দুর্বলতার জন্য মানুষ অসহায় পড়েছে। সেই দুর্বলতার কাটানোর কাজ শুরু করেছি আমরা। ভুল চিহ্নিত হয়েছে।

    উল্লেখ্য, পিডিএসের ২৫ বছরে অষ্টম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে রাজ্যে। যোগ দেবেন কেরল, পাঞ্জাব, হরিয়ানা-সহ বিভিন্ন রাজ্যের দলীয় প্রতিনিধিরা। আইটিআই মোড়ের মাঠে ১ ও ২ ফেব্রুয়ারির সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা প্রবীণ নেতাদের সংবর্ধনা দেওয়া হবে। এছাড়াও দলের পঁচিশতম প্রতিষ্ঠা বর্ষে একাধিক কর্মসূচি রয়েছে পিডিএসের।
  • Link to this news (প্রতিদিন)