সোমবারই প্লে-অফ নিশ্চিত হতে পারে মোহনবাগানের, লিগ-শিল্ড জিততে কী করতে হবে সবুজ-মেরুনকে?
আনন্দবাজার | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
গত বার আইএসএলের লিগ-শিল্ড জিতেছিল মোহনবাগান। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম দল হিসাবে সেই ট্রফি ধরে রাখার দিকে এগোচ্ছে তারা। চলতি মরসুমে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট পাওয়া মোহনবাগানকে টপকে কোনও দল লিগ-শিল্ড জিতে নেবে, এমন সম্ভাবনা দেখছেন না কেউই। তবে ফুটবল যে হেতু অনিশ্চয়তায় মোড়া, তাই এখনই মোহনবাগানকে ‘চ্যাম্পিয়ন’ করে দিচ্ছেন না কেউই। কী ভাবে মোহনবাগান প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে এবং কী ভাবে লিগ-শিল্ড জিততে পারে তা খতিয়ে দেখল আনন্দবাজার অনলাইন।
মোহনবাগানের প্লে-অফের রাস্তা
এখন ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে গত বারের শিল্ডজয়ীরা। কেরল, ইস্টবেঙ্গল, চেন্নাইয়িন, হায়দরাবাদ এবং মহমেডানের পক্ষে মোহনবাগানের সমান বা বেশি পয়েন্ট পাওয়া সম্ভব নয়। মোহনবাগানের প্রয়োজন শুধু ওড়িশা এবং পঞ্জাবের বিরুদ্ধে জয়। কারণ এই দুই দলই আপাতত সেরা ছয়ের বাইরে থাকা দু’টি দল, যাদের বাগানকে ছোঁয়ার উপায় আছে।
১) যদি সোমবার ওড়িশা নর্থইস্টের কাছে হেরে যায়, তা হলে তাদের ১৮ ম্যাচে ২৪ পয়েন্ট হবে। সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট হবে ৪২, যা ইতিমধ্যেই মোহনবাগানের ৪৩ পয়েন্টের কম। পঞ্জাবের এখন ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট এবং তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট ৪৪। যদি তারা মোহনবাগানের বিপক্ষে জিততে না পারে তা হলে তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট হবে ৪২ (ড্র করলে) বা ৪১ (হারলে), যা মোহনবাগানের ৪৩ পয়েন্টের চেয়ে কম।
২) নর্থইস্টের বিপক্ষে ড্র করলে ওড়িশা ১৮ ম্যাচে ২৫ পয়েন্টে পৌঁছবে এবং তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট হবে ৪৩, যা মোহনবাগানের পয়েন্টের সমান। আগেই বলা হয়েছে, পঞ্জাব যদি মোহনবাগানকে হারাতে না পারে, তা হলে তারা হিসাবের বাইরে চলে যাবে। এই অবস্থায়, পরের ম্যাচে শুধু ড্র করলেই মোহনবাগান ৪৪ পয়েন্টে পৌঁছে যাবে এবং প্লে-অফের যোগ্যতা অর্জন করবে।
৩) নর্থইস্টের বিপক্ষে জিতলে ওড়িশা ১৮ ম্যাচে ২৭ পয়েন্টে পৌঁছবে। তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট হবে ৪৫, যা মোহনবাগানের বর্তমান ৪৩ পয়েন্টের চেয়ে বেশি। আগেই বলা হয়েছে, পঞ্জাব যদি মোহনবাগানকে হারাতে না পারে, তা হলে তারা হিসাবের বাইরে চলে যাবে। এই অবস্থায় পঞ্জাবকে হারালে বাগানের পয়েন্ট হবে ৪৬, যা তাদের প্লে-অফের যোগ্যতা অর্জন নিশ্চিত করবে।
মোহনবাগানের লিগ-শিল্ড জয়ের রাস্তা
মোহনবাগানের ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুরের পয়েন্ট ১৮ ম্যাচে ৩৪। জামশেদপুর বাকি সব ম্যাচ জিতলে সর্বোচ্চ ৫২ পয়েন্টে পৌঁছতে পারে। ফলে মোহনবাগানকে ৫৩ পয়েন্ট পেতে হবে লিগ-শিল্ড জিততে। অর্থাৎ পাঁচ ম্যাচে দরকার আর ১০ পয়েন্ট। তা হলেই টানা দ্বিতীয় বার লিগ-শিল্ড জিতবে সবুজ-মেরুন। তবে জামশেদপুর বা গোয়া পয়েন্ট নষ্ট করলে আরও আগেই খেতাব মুঠোয় চলে আসতে পারে।
কাদের সঙ্গে ম্যাচ বাকি মোহনবাগানের?
পঞ্জাব (৫ ফেব্রুয়ারি), কেরল (১৫ ফেব্রুয়ারি), ওড়িশা (২৩ ফেব্রুয়ারি), মুম্বই (১ মার্চ) এবং গোয়া (৮ মার্চ)-র সঙ্গে। তার মধ্যে কেরল ও মুম্বই বাদে বাকি সব ম্যাচই ঘরের মাঠে খেলবে মোহনবাগান।