হাতিবাগান তরুণ দলের ‘ঘোষবাবা’র পুজো ঘিরে উৎসবে মেতে উঠেছে জিয়াগঞ্জবাসী
বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, লালবাগ: হাতিবাগান তরুণ দল ক্লাবের শিবপুজোকে কেন্দ্র করে উৎসবে মেতেছে জিয়াগঞ্জবাসী। জিয়াগঞ্জ শহরের এই শিব ঘোষবাবা নামে পরিচিত। সোমবার ষষ্ঠীর রাতে প্রায় ১৩ ফুট উচ্চতার বিশালাকৃতি ঘোষবাবার পুজো হয়। পোলাও, তরকারি, ফলমূল, চাটনি ও রকমারি মিষ্টান্ন সহযোগে ভোলেবাবার উদ্দেশে ভোগ নিবেদন করা হয়। পুজোর সময় মণ্ডপে বহু ভক্ত উপস্থিত ছিলেন। পুজো শেষে মণ্ডপে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিলি করা হয়। জিয়াগঞ্জ শহরের হাতিবাগানের অভিষেক পোদ্দার, সৌভিক সরকার, জয় ঘোষ, বিজয় ঘোষ, অজয় ঘোষ, অক্ষয় ঘোষ সহ বেশ কয়েকজন যুবকের হাত ধরে ২০২২ সালে ঘোষবাবার পুজো শুরু হয়। চলতি বছরে এই পুজো চতুর্থ বছরে পদার্পণ করল। তবে ঘোষবাবা পুজোর প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান মলয় রায়। এদিন পুজো শুরুর আগে থেকেই মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামে। অনেক রাত পর্যন্ত মণ্ডপে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পুজো উপলক্ষ্যে মণ্ডপকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে।
পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা অভিষেক পোদ্দার বলেন, আগে সরস্বতী পুজো হতো। কিন্তু, আমাদের এক উদ্যোক্তার মৃত্যুর পর সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়। ২০২২ সাল থেকে বসন্ত পঞ্চমীর পরের দিন অর্থাৎ শীতল ষষ্ঠীর দিনে ঘোষবাবার পুজো শুরু হয়। গত কয়েক বছরে ঘোষবাবার খ্যাতি জিয়াগঞ্জ ছাড়িয়ে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। ঘোষবাবাকে দর্শন করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন জিয়াগঞ্জে ছুটে আসেন।