• পারুলডাঙা নসরৎপুর উচ্চ বিদ্যালয়ে মিলন উৎসবে মেতে উঠল প্রাক্তনীরাও
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কালনা: সোমবার নাদনঘাট থানার পারুলডাঙা নসরৎপুর উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পুজো উপলক্ষ্যে মিলন উৎসবের আয়োজন করা হয়। সেখানে আনন্দে মাতেন, বর্তমান ও পুরনো ছাত্রছাত্রীরা। স্কুল প্রাঙ্গণে ইংরেজি ও বাংলার বর্ণমালায় সাজানো থ্রিডি সরস্বতী, আলপনায় গণেশের মূর্তি সকলের মন জয় করেছে। 


    স্বাধীনতার আগে ১৯৪০ সালে নাদনঘাট থানার পারুলডাঙায় এসটিকেকে রোডের ধারে পারুলডাঙা নসরৎপুর উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়। যার জন্য জমি দান করেছিলেন স্থানীয় বাসিন্দা পাঁচু ঘোষ। শিক্ষকরা জানান, বিদ্যালয়ের পঠনপাঠন থেকে শিক্ষার মানও ভালো। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতিও থাকে উল্লেখযোগ্য। বর্তমানে বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ৩৮০০জন। শিক্ষক-শিক্ষিকা মিলিয়ে রয়েছেন ৬৫জন। সায়েন্স সহ অন্যান্য বিষয় ও এনসিসিতে বিদ্যালয়ের নাম রয়েছে। একসঙ্গে ১৮০০ পড়ুয়া প্রতিদিন মিড-ডে মিল খায়। ২০২৪ সালে মাধ্যমিকে বিদ্যালয়ের দুই ছাত্র অর্ঘদীপ বসাক ও অর্ণব বিশ্বাস পঞ্চম ও দশম স্থান পায়। উচ্চ মাধ্যমিকে ইন্দ্রাণী সেন দশম স্থান পেয়ে বিদ্যালয়কে গর্বিত করেছে। এছাড়াও ২০২৪ সালে বিদ্যালয়ের ১৯জন পড়ুয়া ৪৮ হাজার টাকা করে ন্যাশনাল স্কলারশিপ(এনএমএমএস) পেয়েছে। বিদ্যালয়ের বিদ্যুতের খরচ কমানোর জন্য রয়েছে সোলার বিদ্যুৎ ব্যবস্থা। বিদ্যালয়ের সরস্বতী পুজো উপলক্ষ্যে এক মহামিলন উৎসব পালন হয়। সোমবার রঙিন সাজে বিদ্যালয়ের পুজোতে যোগ দেন পড়ুয়ারা। স্কুল জীবনের সহপাঠীদের সঙ্গে সেলফির ফ্রেমে বিদ্যালয় প্রাঙ্গণ আরও জমজমাট হয়ে ওঠে। বিদ্যালয়ের ছাত্রীদের আলপনা সকলের প্রশংসা কুড়ায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মল্লিক ও সহকারী প্রধান শিক্ষক সন্তোষকুমার ঘোষ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা সকাল থেকেই বিদ্যালয়ে হাজির হয়ে পুজোর তদারকি ও পড়ুয়াদের সঙ্গে খুশিতে মেতে ওঠেন।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)