প্রথম দিন থেকেই মারিচ্যা মিলন মেলা ও উৎসব ঘিরে উন্মাদনা
বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
কাজলকান্তি কর্মকার, ঘাটাল: সোমবার থেকে শুরু হল ঘাটাল ব্লকের ‘মারিচ্যা মিলন মেলা ও উৎসব-২০২৫’। এদিন ওই মেলার উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণন এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী বেচারাম মান্না। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই, বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত রায়, রফিক আলি খান প্রমুখ। পঞ্চম বর্ষীয় মেলাটি ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। উদ্বোধনের দিনেই মেলায় বহু মানুষ ভিড় করেন।
ওই এলাকায় কোনও মেলা ছিল না। শীতের মরশুমে মেলা দেখতে হলে চার কিমি দূরে বীরসিংহে বিদ্যাসাগর মেলা কিংবা আট কিলোমিটার দূরের ঘাটাল উৎসব ও শিশুমেলায় যেতে হতো। তাই ২০২১ সালে মারিচ্যা মহামেডান নিউ স্টার ক্লাবের সদস্যরা এই মেলার সূচনার পরিকল্পনা করেন। ক্লাবের সম্পাদক সাদ্দাম আলি খান এবং সভাপতি আলাউদ্দিন আলি খান বলেন, ক্লাবের সদস্যরা একমত হতেই প্রস্তাবটি গ্রামবাসীদের সামনে রাখা হয়। গ্রামবাসীরাও মেলা করার জন্য ভীষণ উৎসাহ দেখান। সেই থেকেই ওই মেলাটি হয়ে আসছে। মেলাটির জন্য দন্দিপুর, শ্যামসুন্দরপুর, বেড়, খড়ার শহর, বরদা চৌকান, গোপীনাথপুর, দলপতিপুরের মতো বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা অপেক্ষায় থাকেন।
অন্যান্য বছরের মতো এবছরও মারিচ্যার নতুন পুকুর ময়দানে পঞ্চম বর্ষের মেলায় নানা রকম পোশাক, স্টেশনারি, খাবারের স্টল বসেছে। ক্লাবের যুগ্ম ক্রীড়া সম্পাদক রাজীব খান এবং হাসিবুল খান বলেন, প্রত্যেক দিন মেলা সংলগ্ন এলাকায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও এলাকায় সংস্কৃতি চর্চা বিকাশের লক্ষ্যে প্রত্যেক দিন নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাতে নামী শিল্পীদের দিয়ে আকর্ষণীয় সঙ্গীত অনুষ্ঠান থাকছে।
ক্লাবের বয়স ৫০ বছরের বেশি। বর্তমান সদস্য সংখ্যা ৮০ জন। ক্লাব শুধু মেলা নয়, বেশ কয়েক দশক ধরে এলাকায় নানা রকম সমাজ সেবামূলক কাজ করে আসছে। মারিচ্যা ও তার পার্শ্ববর্তী গ্রামের মানুষজন জানান, মেয়ের বিয়ে, পরিবারের সদস্যদের চিকিৎসা বা সন্তানদের পড়াশোনার খরচের জন্য ওই ক্লাবের শরণাপন্ন হলে কখনও বিমুখ হয়ে ফিরে আসতে হয় না। সাদ্দাম বলেন, এছাড়াও আমরা নিয়মিত রক্তদান শিবির, দিবারাত্র ফুটবল প্রতিযোগিতা, ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করি। আমাদের ক্লাবের ফুটবল টুর্নামেন্টের জেলাজুড়ে নাম রয়েছে।-নিজস্ব চিত্র