• মেদিনীপুরে সম্প্রীতি ক্লাবের সরস্বতী পুজোয় রাজস্থানের পুতুল দিয়ে এবারের মণ্ডপসজ্জা
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • রাজদীপ গোস্বামী, মেদিনীপুর: মেদিনীপুর কলেজ স্কোয়ারের সম্প্রীতি(খেলা হবে) ক্লাবের সরস্বতী পুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে। এবার তাঁদের পুজোর উদ্বোধন করেন নামজাদা ফুটবল খেলোয়াড় সৈয়দ রহিম নবি। রাজস্থানের ঐতিহ্যবাহী পুতুল দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। প্রতিমাতেও থাকছে চমক। সাদা ও কালো রং দিয়ে দেবীর প্রতিমা সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপ সাজিয়ে তুলতে উন্নত মানের আলোর ব্যবস্থাও করেছেন উদ্যোক্তারা।


    পুজো কমিটির এক সদস্য বলেন, দেবী সরস্বতী মানুষকে আলোর দিশা দেখান। সেকথা মাথায় রেখেই এই থিম বেছে নেওয়া হয়েছে। মঙ্গলবারও মণ্ডপে প্রতিমা থাকবে। পুজোর দিন সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া বলেন, এই ক্লাবের জন্য একরাশ শুভ কামনা। ছাত্র-যুবদের আবেগ ও উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছি।


    সম্প্রীতি ক্লাবের সম্পাদক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, সবার সহযোগিতা ছাড়া এত বড় মাপের পুজোর আয়োজন সম্ভব হতো না। এবছর বিপুল সংখ্যক মানুষ আসছেন। সাংসদ জুন মালিয়া সর্বদা পাশে থেকেছেন। তাঁকে অভিভাবক হিসেবে পেয়ে আমরা আপ্লুত। জেলাবাসীকে আমাদের সরস্বতীপুজো দেখার আমন্ত্রণ জানাচ্ছি।


    ২০২১সালের বিধানসভা নির্বাচনের পর মেদিনীপুর শহরের বেশকিছু ছাত্র-যুব এই ক্লাবের সূচনা করেন। তাঁদের কোনও ক্লাবঘর নেই। তবু বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে এই ক্লাব অনেকটাই এগিয়ে। ২০২২ সালে প্রথমবার সরস্বতীপুজো আয়োজন করে তাঁরা সবাইকে তাক লাগিয়ে দেন। মাত্র কয়েকবছরের মধ্যে কলেজ স্কোয়ারের জনপ্রিয় ক্লাবের মধ্যে স্থান পেয়েছে এই ক্লাব। সদস্যের সংখ্যাও অনেকটাই বেড়েছে। প্রায় তিনমাস আগে থেকেই ক্লাবের সদস্যরা সরস্বতীপুজোর প্রস্তুতি শুরু করেছিলেন। মণ্ডপের থিম বাছাই, প্রতিমা নির্বাচন-সবই ছাত্র-যুব উদ্যোক্তারা করেন। এই ক্লাবের সভাপতি নিজাম আলি বলেন, আমাদের ক্লাবের সম্পদ ঐক্য। ক্লাবের সদস্যরা সবাই মিলে বাগদেবীর আরাধনা করেন। প্রতিদিন গড়ে প্রায় ১০হাজার মানুষ আমাদের পুজো দেখতে এসেছেন। আগামী দিনে পুজোর জাঁকজমক আরও বাড়বে।


    ক্লাবের সদস্যরা নানা সমাজসেবার কাজও করেন। তাঁদের উদ্যোগে বস্ত্রদান, মশারি বিলি হয়। বৃদ্ধাশ্রমের আবাসিকদের নতুন জামাকাপড় দেওয়া হয়েছে। করোনার সময়ও তাঁরা মানুষকে সহায়তায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।


    ক্লাবের কোষাধ্যক্ষ বিপুল বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের পাশে থাকা আমাদের মূল কর্তব্য। সারাবছর নানা জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হয়। আগামী দিনেও মানুষের বিপদেআপদে এই ক্লাবের সদস্যরা পাশে থাকবেন।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)