বেলদায় সরস্বতী পুজোয় স্কুলে ফুড ফেস্টিভ্যাল, মডেল প্রদর্শনী
বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
সৌম্যকান্তি ত্রিপাঠী, বেলদা: সরস্বতী পুজোর দিনটা একটু আলাদাভাবে উদ্যাপন করল নেকুড়সেনী বিবেকানন্দ বিদ্যাভবনের পড়ুয়ারা। উপোস থেকে স্কুলে এসে পুষ্পাঞ্জলি তো দেওয়া হলই, সেইসঙ্গে স্কুলেই ফুড ফেস্টিভ্যালে সহপাঠীদের স্টলে ভালোমন্দ চেখে দেখল তারা। এদিন বিদ্যালয়ে বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ও গণিত বিষয়ে মডেল প্রদর্শনীও আয়োজিত হয়েছিল। সেখানেও পড়ুয়াদের ভিড় লক্ষ্য করা যায়।
স্বাধীনতার সময় বেলদা ও দাঁতনের মাঝামাঝি এই এলাকায় কোনও উচ্চবিদ্যালয় ছিল না। ১৯৫২ সালে নেকুড়সেনী স্টেশনের কাছে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। সেই বিদ্যালয় এখন প্লাটিনাম জয়ন্তীর দোরগোড়ায়। এই বিদ্যালয়ের বহু প্রাক্তনী এখন রাজ্য তথা দেশবিদেশে প্রতিষ্ঠিত। স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় একহাজার ছাত্রছাত্রী রয়েছে। বিজ্ঞান ও কলাবিভাগ আছে। সোম ও মঙ্গলবার বিদ্যালয়ে সরস্বতীপুজোর পাশাপাশি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে ফুড ফেস্টিভ্যালে রকমারি খাবারের স্টল দিয়েছিল পড়ুয়ারা। পিঠেপুলি থেকে শুরু করে চাউমিন-নানারকম মুখরোচক খাবার তৈরি করে নিয়ে এসেছিল বেশকিছু ছাত্রছাত্রী। অঞ্জলি দেওয়া শেষে তাদের সহপাঠীদের সেই সমস্ত খাবারের স্বাদ নিতে দেখা গেল।
বিদ্যালয়ের ঢোকার মুখেই রয়েছে ছাত্রছাত্রীদের তৈরি দেওয়াল পত্রিকা ‘জাগরণী’। বিদ্যালয়ে মডেল প্রদর্শনীও আয়োজিত হয়েছিল। বিজ্ঞান মডেলের প্রদর্শনী তো অনেক স্কুলেই হয়। নেকুড়সেনী বিবেকানন্দ বিদ্যাভবনে তার পাশাপাশি ইতিহাস, ভূগোল ও গণিতেরও নানা মডেল প্রদর্শিত হয়। ফরাসি বিপ্লবের ইতিহাসের গিলোটিন, পারস্যের জল তোলার যন্ত্রের মতো নানা মডেল দেখায় পড়ুয়ারা।
ইতিহাস বিভাগের শিক্ষক বিমলকুমার সিট বলেন, ছেলেমেয়েদের বিজ্ঞানমনস্ক হওয়ার পাশাপাশি সঠিকভাবে ইতিহাস জানাও প্রয়োজন। আর তাই ইতিহাসকে পড়ুয়াদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে নানারকম মডেলের ব্যবস্থা করা হয়েছে। এতে ছেলেমেয়েরা ইতিহাস জানতে আরও বেশি করে আগ্রহী হবে।
ওই স্কুলের শিক্ষক রাজারাম সাহানি, বিক্রমজিৎ বক্সি বলেন, বিদ্যালয়ে সরস্বতী পুজো, মডেল প্রদর্শনীর পাশাপাশি মঙ্গলবার বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানে প্রতি বছরের মতো এবারও ছাত্রছাত্রীরা তাদের কলাকুশলতা প্রদর্শন করবে। আশা করি, সেই অনুষ্ঠান সবার ভালো লাগবে।-নিজস্ব চিত্র