নিতাই সাহা, সিউড়ি: বাগদেবীর আরাধনায় মাতলেন কুখুটিয়া নবসমাজ সঙ্ঘের সদস্যরা। শতবর্ষের দোরগোড়ায় এবছর তাদের পুজোর থিম ‘বৃদ্ধাশ্রম’। সেই ভাবনাকে সামনে রেখেই পুজো মণ্ডপ সেজে উঠেছে। মানব জীবনের শুরু থেকে দীর্ঘ যাত্রাপথের নানা দিক ফুটিয়ে পুজো মণ্ডপ গড়ে তোলা হয়েছে। থিমের মাধ্যমে বৃদ্ধাশ্রমমুক্ত সমাজ গড়ার বার্তা তুলে ধরা হয়েছে। সেইসঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ‘সবুজ রক্ষার’ বার্তাও তুলে ধরা হয়েছে। সমাজ সংস্কারে একাধিক বার্তা তুলে ধরার পাশাপাশি দর্শনার্থীদের মনোরঞ্জনের দিকটিতেও নজর রাখা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুতুল নাচের আয়োজন করা হয়েছে।
দুবরাজপুর ব্লকের কুখুটিয়ায় সিধুকানু মঞ্চে পুজোর আয়োজন হয়েছে। সোমবার সকাল থেকেই পুজো উদ্যোক্তা সহ স্থানীয়রা বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন। এদিকে পুজোকে কেন্দ্র করে সেখানেই বিস্তীর্ণ মাঠে মেলার আসর বসেছে। রকমারি খাবারের দোকান থেকে শুরু করে নানা সামগ্রীর পসরা বসেছে। আগামী ৬ তারিখ অবধি মেলা চলবে। সেইসঙ্গে দর্শনার্থী সহ মেলায় ঘুরতে আসা আট থেকে আশিদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ, মঙ্গলবার বাউল গানের আসর বসবে। পরদিন অর্থাৎ বুধবার যাত্রাপালার আয়োজন করা হয়েছে। সবশেষে বৃহস্পতিবার বিচিত্রা অনুষ্ঠান হবে। ক্লাবের এক কর্মকর্তা জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই সমস্ত আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের জেরে একজন পরীক্ষার্থীও যেন সমস্যায় না পড়ে তা শুরুতেই নিশ্চিত করা হয়েছে।
এবছর পুজোর বাজেট আনুমানিক ২ লক্ষ টাকা। ক্লাবের সদস্যদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে গ্রামবাসীরা এগিয়ে এসেছেন। ক্লাব সদস্য সুরেশ বাউরি বলেন, আমাদের লক্ষ্য বৃদ্ধাশ্রমমুক্ত গ্রাম গড়ে তোলা। শুধু গ্রাম নয়, গোটা দেশটাই যেন বৃদ্ধাশ্রমমুক্ত হয়। বৃদ্ধ বয়সে যেন কোনও মা-বাবার ঠিকানা বৃদ্ধাশ্রম না হয়। এই থিমের মাধ্যমে সমাজের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি মাত্র।