এবার উজ্জ্বল সঙ্ঘের সরস্বতী পুজোয় মূল আকর্ষণ পুতুল নাচ
বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ‘পুতুল নাচ’ দুবরাজপুর উজ্জ্বল সঙ্ঘের সরস্বতী পুজোর বিশেষ আকর্ষণ। এবছর এই পুজো ৭৩তম বর্ষে পদার্পণ করল। পুজোর শুরু থেকেই উদ্যোক্তাদের তরফে একাধিক চমক থাকে। সেই তালিকায় মনোরঞ্জনের বিষয়টিও প্রাধান্য পেয়েছে। কারণ, বাগদেবীর আরাধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পড়ুয়ারা যাতে ব্রাত্য না থাকে। শহর ও গ্রামের পড়ুয়াদের নিয়ে টানা দু’দিন একাধিক শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবছরও তার ব্যাতিক্রম হয়নি। স্বাভাবিকভাবেই এই পুজোকে কেন্দ্র করে স্থানীয় জনমানসে যথেষ্ট উন্মাদনা রয়েছে।
দুবরাজপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে সঙ্ঘের মাঠেই পুজোর আয়োজন করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে পুজোর উদ্বোধন করন। সঙ্ঘের সভাপতি কাজল দত্তমুদি, সম্পাদক দেবব্রত দে, আইনজীবী স্বরূপ আচার্য প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সোমবার থেকে টানা কর্মসূচি হয়। এদিন স্কুল পড়ুয়াদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের নিয়ে এই প্রতিযোগিতা হয়। আজ, মঙ্গলবার তিনটি বিভাগে বসে আঁকো, আবৃত্তি সহ নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী বুধবার পুতুল নাচের আসর বসবে। সবশেষে ৬ ফেব্রুয়ারি বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সঙ্ঘের সম্পাদক বলেন, আমাদের মূল মন্ত্র ‘সাম্য, মৈত্রী ও সেবা’। এই মন্ত্র নিয়েই আমাদের সারা বছরের পথ চলা। রক্তদান শিবির থেকে শুরু করে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া। দুঃস্থ মেধাবী পড়ুয়াদের বই খাতা তুলে দেওয়া হয়। এছাড়াও পুজোর সময় স্কুলপড়ুয়াদের নিয়ে একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।