• নয়াগ্রামে টিম অভিষেক ঝাড়গ্রাম ও কলমা পুকুরিয়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বাণীবন্দনা
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সমীর মাহাত, ঝাড়গ্রাম: এবছর থেকে ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের মলম গ্রাম পঞ্চায়েতের কলমা পুকুরিয়া গ্রামে শুরু হল সরস্বতী পুজো। টিম অভিষেক ঝাড়গ্রাম ও কলমা পুকুরিয়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এই পুজো হচ্ছে। সোমবার এলাকার দুই কৃতী পড়ুয়া সাগ্নিক চৌধুরী ও সাবিত্রী পালের হাত ধরে পুজোর সূচনা হয়। পুজোর সূচনাতেই এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।‌ পুজো উপলক্ষে এদিন সন্ধ্যায় স্থানীয়দের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ক্রীড়া কর্মাধ্যক্ষ তথা টিম অভিষেক ঝাড়গ্রামের কর্মকর্তা সুমন সাহু, নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রাসবিহারী মাহাত, মলম গ্রাম পঞ্চায়েত প্রধান বর্ণা পানিভারিয়া সহ অন্যান্যরা। 


    এলাকার মানুষজনকে আনন্দ উৎসবে এক জায়গায় আনার লক্ষ্যেই কলমা পুকুরিয়া গ্রামে শুরু হল সরস্বতী পুজো। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে রাজ্যে প্রথম পাতিনা এসসি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র সাগ্নিক চৌধুরী ও বাল্যবিবাহ রোধে সাহসিকতার জন্য পুরস্কৃত বাছুর খোয়াড় এসসি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী সাবিত্রী পাল ফিতে কেটে পুজোর উদ্বোধন করে। 


    ২০১৯সালে টিম অভিষেক ঝাড়গ্রাম সংগঠন তৈরি হয়। এলাকায় বড় মাপের খেলার আয়োজন সহ সামাজিক সচেতনামূলক বিভিন্ন কাজ করে চলেছে এই সংগঠন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে  ‘সর্বভারতীয় সাধারণ সম্পাদক কাপ’ ক্রিকেট টুর্নামেন্ট এই সংগঠনের উদ্যোগে হয়ে আসছে। ২০২০- ’২১ সালে করোনা পরিস্থিতিতে এই সংগঠন জেলার বিভিন্ন জায়গায় মানুষের পাশে থেকেছিল। এবার ওই সংগঠনের উদ্যোগে শুরু হল সরস্বতী পুজো।


    এনিয়ে সুমনবাবু বলেন, বিভিন্ন জায়গায় অনেক সেলিব্রিটি বা রাজনৈতিক ব্যক্তিত্বদের দিয়ে পুজোর উদ্বোধন করা হয়। আমরা এখানে ব্যতিক্রমী। আমাদের এই এলাকারই দুই কৃতী পড়ুয়াকে দিয়ে পুজো উদ্বোধন করা হয়েছে। যাতে তাদের কৃতিত্বের কথা সবাই জানতে পারে ও ছেলেমেয়েরা তাদের অনুসরণ করে পড়াশোনা ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত হয়। পুজো, উৎসব অনুষ্ঠানে যাতে সবাই মাততে পারেন সেজন্যই এই বছর থেকে আমরা সরস্বতী পুজো শুরু করলাম।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)