• পুরুলিয়ায় রাস্তা সংস্কারে নামলেন এলাকাবাসীরাই
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: দীর্ঘদিন জমিজটের কারণে আটকে ছিল গ্রামের রাস্তা। প্রশাসনের কাছে বহুবার আর্জি জানিয়েও কাজ হয়নি। সাড়া না পেয়ে অবশেষে বাসিন্দারা নিজেরাই রাস্তা তৈরির উদ্যোগ নিলেন। পুরুলিয়ার গাড়াফুসড় অঞ্চলের পটমপুটরা গ্রামের এই ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। 


    পুরুলিয়ার চাষমোড় থেকে প্রায় ছ’-সাত কিমি দূরেই রয়েছে পটমপুটরা গ্রাম। গ্রামে প্রবেশের এই রাস্তাটি তৈরি হয়েছে বহু বছর আগেই। তবে বাসিন্দাদের অভিযোগ, গ্রামে একটি সেতু রয়েছে। রাস্তা তৈরি হলেও সেতুর দু’দিকের অংশের রাস্তা তৈরি না হয়ে দীর্ঘ প্রায় ৩০ বছর পড়ে ছিল।  যার ফলে সেতু পার হয়ে গ্রামে ঢুকত না কোনও বড় গাড়ি, অ্যাম্বুলেন্স। ব্যাপক সমস্যায় পড়তেন বাসিন্দারা। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, সেতুর দু’দিকের সংযোগকারী রাস্তা তৈরির জন্য তাঁরা বহু জায়গাতেই আবেদন করেছেন। সেই আবেদনে কেউ কর্ণপাত করেনি। যার ফলে বাসিন্দারা বাধ্য হয়ে নিজেদের টাকা ও শ্রম দিয়েই রাস্তার কাজ করতে শুরু করলেন।


    গ্রামের বাসিন্দা বিকাশ মাঝি বলেন, শুধুমাত্র এতটুকু রাস্তার জন্য গ্রামে কোনও অ্যাম্বুলেন্স ঢুকতে পারত না। মুমুর্ষু রোগীকে খাটিয়া করে সেতু পার করতে হতো। তারপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে হতো। এভাবেই চলে আসছিল বছরের পর বছর। তাই নিজেরাই ঠিক করি, রাস্তা আমরাই করব।


    স্থানীয় সূত্রের খবর, ওই জায়গায় ট্রাক্টরে করে মাটি ফেলে বাসিন্দারা সমান করার কাজ শুরু করেছেন। বাসিন্দাদের দাবি, শুধুমাত্র প্রতিবাদটুকু জানাতেই নিজেরাই রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছেন। পুরুলিয়ার মহকুমা শাসক উৎপল ঘোষ বলেন, বিষয়টি কী হয়েছে জানা নেই। রাস্তা তৈরিতে প্রশাসনিকস্তরে কোনও সমস্যা হলে, তা খতিয়ে দেখা হবে।
  • Link to this news (বর্তমান)