• সরস্বতী পুজোয় জনজোয়ার, রাস্তায় যানজট
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং, বাগডোগরা: সরস্বতী পুজো ঘিরে জনজোয়ারে ভাসল শিলিগুড়ি। সোমবার শহরের এনজেপি থেকে প্রধাননগর, মাটিগাড়া থেকে বাগডোগরা সর্বত্রই স্কুল, কলেজ, পার্ক, শপিংমল, সিনেমাহলে ছাত্রছাত্রীদের ভিড় উপচে পড়ে। যার জেরে দিনভর কিছু রাস্তায় ছিল ব্যাপক যানজট। শুধু তাই নয়, কিছু রাস্তায় ছিল বাইক বাহিনীর দৌরাত্ম্য। যা সামাল দিতে অতিরিক্ত ফোর্স নামায় পুলিস। 


    শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (ট্রাফিক) বিশ্বাচাঁদ ঠাকুর বলেন, শহরের সর্বত্র কড়া নজরদারি রাখা হয়েছিল। অতিরিক্ত পুলিস ফোর্স নামিয়ে যানজট নিয়ন্ত্রণ করা হয়। দিনটি নির্বিঘ্নেই কেটেছে। 


    এদিন সকাল থেকেই শিলিগুড়ির আকাশ ছিল মেঘলা। কনকনে ঠান্ডা হাওয়া উপেক্ষা করেই রাস্তায় নামে পড়ুয়ারা। সরকারি, বেসরকারি স্কুল ও কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পুজোর অঞ্জলি দেওয়ার ভিড় লক্ষ্য করা যায়। সর্বত্র পুজোর পর প্রসাদ বিলি করা হয়। এরপর দুপুর গড়িয়ে বিকেল হতেই রাস্তায় নামে আমজনতা। সূর্য সেন পার্ক থেকে মহানন্দা নদীর পাড়, বাঘাযতীন পার্ক থেকে সূর্যনগরের মাঠ সর্বত্র ছিল ভিড়ে ঠাসা। বর্ধমান রোড, সেভক রোড ও মাটিগাড়ার সিটি সেন্টারের শপিংমল ও সিনেমা হলও ছিল জমজমাট। সর্বত্র তরুণ-তরুণীদের ভিড় ছিল উল্লেখযোগ্য। মেয়েদের পরনে ছিল শাড়ি ও তরুণদের পরনে ছিল কুর্তা, পাঞ্জাবি। তাঁরা বিভিন্ন এলাকায় আড্ডা দেওয়ার পাশাপাশি সেলফিও তোলেন। 


    যার জেরে হিলকার্ট রোড, বিধান রোড, সেভক রোড, বর্ধমান রোড, ১০ নম্বর জাতীয় সড়ক দিনভর যানজটে জেরবার ছিল। টোটো, অটো, রিকশ, বাইকের জটলা দেখা যায়। এই অবস্থায় বিকেলের দিকে সূর্য সেন পার্কগামী মোহন বাগান লেন, সূর্যনগর, বাঘাযতীন রোড, কলেজপাড়া, সুভাষপল্লি, এনজেপি মেন রোড, সূর্য সেন কলেজ রোড প্রভৃতি এলাকায় বাইক বাহিনীর দাপট দেখা যায়। এর মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকায় নামে অতিরিক্ত পুলিস। ট্রাফিক পুলিসের এক অফিসার জানান, যানজটের জেরে কিছু জায়গায় বাইক ও টোটোচালক এবং পথচারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পুলিস কর্মীরা সতর্ক থাকায় তা মিটে যায়। কোথাও তেমন বড়ধরনের ঝামেলা হয়নি। 


    সন্ধ্যার পর কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শহরের মতো ছবি মাটিগাড়া, খড়িবাড়ি, ফাঁসিদেওয়া ও নকশালবাড়িতেও দেখা গিয়েছে। এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সরস্বতী পুজোও হয়। আলপনায় মণ্ডপ চত্বরের রাস্তা সাজিয়ে তোলা হয়। মাটিগাড়ার একটি পুজো মণ্ডপ বাংলার স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণ এবং ইংরেজি অক্ষর দিয়ে মণ্ডপ সাজিয়ে সকলের নজর কাড়ে। কয়েকটি জায়গায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দার্জিলিং ও কালিম্পং পাহাড়বাসীও মেতেছিলেন সরস্বতী পুজোয়। 


     উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের সামনে ভিড়।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)