• রীতি মেনে আনন্দচন্দ্র শিক্ষণ কলেজে বাগদেবীর পুজো করলেন ছাত্রী অদিতি
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে কোনও একজনকে সরস্বতী পুজো করতে হবে। জলপাইগুড়ির আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ কলেজের এটাই রীতি। সেই রীতি মেনে সোমবার কলেজে বাগদেবীর আরাধনায় পৌরোহিত্য করলেন প্রথম সেমেস্টারের ছাত্রী অদিতি বক্সি।


    প্রতিবারই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সরস্বতী পুজোর আয়োজন করা হয় আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ কলেজে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে অন্যবার ছেলেরা পুজো করলেও, এবার পুরোহিতের আসনে বসেন ছাত্রী। যা অন্যমাত্রা যোগ করে। পুজোয় উপস্থিত ছিলেন কলেজের ছাত্রছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকা প্রত্যেকেই। পুজো শেষে অদিতি বলেন, বাবা পুলক বক্সি দীর্ঘদিন ধরে পৌরোহিত্য করেন। তাঁর কাছ থেকে পুজোর নিয়মকানুন শিখেছি। এবার কলেজের তরফে যখন বলা হয় আমাকে সরস্বতী পুজো করতে হবে, খুবই ভালো লেগেছিল। সাধ্যমতো সমস্ত নিয়ম মেনে নিষ্ঠাভরে পুজো করেছি। তাঁর কথায়, একজন নারীকে পুরোহিতের আসনে বসানোর সিদ্ধান্ত নেওয়ায় কলেজ কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের সমাজে যে পুরুষ ও নারীর মধ্যে কোনও ভেদ নেই, তা প্রতিষ্ঠা করতে এ ধরনের উদ্যোগের বিশেষ গুরুত্ব রয়েছে। কলেজের ছাত্রীর হাতেই সরস্বতী পুজো পাওয়ায় খুশি শিক্ষিকারাও। ইতিহাসের অধ্যাপিকা অনিন্দিতা দে বলেন, আমাদের কলেজে বাইরে থেকে পুরোহিত আসেন না। কলেজের ছাত্রছাত্রীরাই পুজো করে থাকে। এবার একজন ছাত্রী পৌরোহিত্য করেছে। এটা খুবই ভালো বিষয়। ছাত্রছাত্রীদের সঙ্গে পুজোয় শামিল হতে পেরে দারুণ লাগছে।


    ওই কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা লিলি সরকার বলেন, প্রতিবারের মতো এবারও আমি কলেজের পুজোয় অংশ নিয়েছি। ছাত্রছাত্রীদের পুজো, তারাই পৌরোহিত্য করবে, এর চেয়ে ভালো আর কী হতে পারে। 


    শিক্ষক দীপককুমার সিং বলেন, পুরোহিত নিয়ে চিরাচরিত ধারণা ভাঙতে পথ দেখাচ্ছে আমাদের কলেজ, এটাই আমার কাছে সবচেয়ে বড় গর্বের। তাছাড়া পুজোয় কলেজের ছাত্রছাত্রীরা ভীষণ সক্রিয়ভাবে অংশ নিয়েছে। তাদের উদ্যম দেখে খুবই ভালো লেগেছে।


    পুজো নিয়ে শিক্ষকদের পাশাপাশি খুশি ছাত্রছাত্রীরাও। অরুণাভকুমার সিং, রূপসারি চৌধুরীর মতো শিক্ষার্থীদের কথায়, আমাদের বন্ধু, সহপাঠী পুজোয় পৌরোহিত্য করছে, এটা আমাদের কাছে বিশেষ ভালোলাগার। কলেজ কর্তৃপক্ষ এই সুযোগ করে দেওয়ায় আমরা সত্যিই দারুণ খুশি।  পুজো করছেন অদিতি। ছবি: দিলীপ রায়।
  • Link to this news (বর্তমান)