সংবাদদাতা, নকশালবাড়ি: সরস্বতী পুজোর দিন স্কুলের গেট বন্ধ দেখে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা। সোমবার খড়িবাড়ি ব্লকের দিলসারামজোত প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা। স্কুলের গেটের সামনে বিক্ষোভও দেখান তাঁরা। স্কুল কর্তৃপক্ষের দাবি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত থাকায় পুজো করা হল না।
এবার তিথি অনুযায়ী পুজো দু’দিন। অনেক শিক্ষা প্রতিষ্ঠান, পাড়ার ক্লাবে পুজো রবিবারই হয়েছে। সোমবারও পুজো হয় বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানে। তবে পুজোর তিথি পেরিয়ে গেলেও দিলসারামজোত প্রাথমিক বিদ্যালয়ে কোনও আয়োজনই এবার করা হয়নি। স্কুলের গেটে বিক্ষোভ হচ্ছে খবর পেয়ে আসেন কয়েকজন শিক্ষক। তাঁদের ঘিরেও বিক্ষোভ চলে।
স্থানীয় বাসিন্দা তথা প্রাক্তন ছাত্র শৈলন্দ্রনাথ সিংহ বলেন, কেন স্কুলে পুজো হল না তার উত্তর স্কুল কর্তৃপক্ষকে দিতে হবে। পুজোর আনন্দ থেকে পড়ুয়ারা বঞ্চিত হল। এটা আমরা মেনে নিতে পারছি না। এক অভিভাবক বুলি সিংহ বলেন, ছেলেকে সকালে স্নান করিয়ে অঞ্জলি দিতে স্কুলে পাঠাই। কিন্তু ও স্কুলে এসে দেখে গেট তালা মারা। পরে বিষয়টি ছেলের মারফতই জানতে পারি। স্কুল এসে দেখি বাচ্চারা গেটের সামনে দাঁড়িয়ে। তারা জানায় কেন পুজো হল না। অঞ্জলি কোথায় দেব। স্কুল কর্তৃপক্ষকে এর জবাব দিতে হবে।
যদিও বার্ষিক ক্রীড়ার প্রস্তুতি নিয়ে ব্যস্ততার জেরে পুজোর আয়োজন করা হয়নি বলে জানিয়েছেন স্কুলের টিআইসি শান্তানু দে। তিনি বলেন, বুধবার জেলাস্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার আয়োজনে ব্যস্ততার জেরে স্কুলে পুজো করা হল না।
শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দিলীপ রায় বলেন, সব স্কুলেই পুজো হচ্ছে। ওই স্কুলের পুজোর বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব কী কারণ রয়েছে।