৮০ জন বেপরোয়া গাড়ি ও বাইক চালকের বিরুদ্ধে পদক্ষেপ পুলিসের
বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: সরস্বতী পুজোর আবহে অপ্রীতিকর ঘটনা রুখতে জেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে চলল পুলিসের নজরদারি। সঙ্গে চলল মদ্যপ ও বেপরোয়া গাড়ি, বাইক চালকদের ধরপাকড় অভিযানও। উত্তর দিনাজপুর জেলাজুড়ে সর্বমোট ৮০ জন বেপরোয়া গাড়ি ও বাইক চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রায়গঞ্জ ও ইসলামপুর পুলিস জেলা।
পুলিস সূত্রে খবর, রায়গঞ্জ শহরে গত ৪৮ ঘণ্টায় ট্রাফিক আইনভঙ্গ করার দায়ে পুলিস ৪০ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। একইভাবে ইসলামপুর পুলিস জেলায় সোমবার বিকেল পর্যন্ত ৪০ জনের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণ করেছে।
সোমবার বিকেলে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় পুলিস আচমকা নজরদারি শুরু করতেই বেশ কয়েকজন ট্রাফিক নিয়মভঙ্গকারী বাইক চালক পুলিসের জালে ধরা পড়ে। তারমধ্যে অন্যতম কমলাই এলাকার জগৎ রায় নামে এক বৃদ্ধ। তিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বাইক ও টোটো বিপজ্জনকভাবে চালানোর জন্য যথেষ্ট ভাইরাল। এদিন পুলিস তাঁকেও হেলমেটহীন অবস্থায় হাতের নাগালে পায়। শেষপর্যন্ত বাইক চালক বৃদ্ধকে বেশ কিছুক্ষণ ধরে ট্রাফিক আইন নিয়ে পরামর্শ দেওয়ার পর ছাড়া হয়। তিনি প্রতিশ্রুতি দেন রায়গঞ্জ শহরে বিপজ্জনকভাবে বাইক চালাবেন না। এছাড়াও বেশ কিছু কলেজ পড়ুয়া পুলিসের নজরে পড়ে। পুলিসের দাবি, বেশিরভাগ ক্ষেত্রেই সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সতর্ক করে চালকদের ছাড়া হয়েছে। বোঝানো হয় ভবিষ্যতে ট্রাফিক আইন ভঙ্গের পরিণতি কি হতে পারে।(ইসলামপুরের পুলিস সুপার জবি থমাস বলেন, গত ২৪ ঘণ্টায় ৪০ জন চালকের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের কেস করা হয়েছে। বিশেষ নজর ছিল মদ্যপ চালকদের পাকড়াওয়ের ক্ষেত্রে। নিজস্ব চিত্র