• কোচবিহারের বলরামপুরে শুরু হল ৩৬তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ভাওয়াইয়ার পূণ্যভূমি কোচবিহারের বলরামপুরে ৩৬তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা শুরু হল। সোমবার রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন, প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন সহ অন্যরা। তবে রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এদিন দেখা মেলেনি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, জেলার সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, ওয়েস্ট বেঙ্গল পাল্পউড ডেভেলপমেন্ট কর্পোরেশনের ডিরেক্টর অভিজিৎ দে ভৌমিকের। 


    মোট ৩২টি ব্লক থেকে ১২৮ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এছাড়াও প্রতিদিন প্রায় ১০-১২ জন আমন্ত্রিত শিল্পী অংশ নিচ্ছেন। থাকছে নৃত্য, মূকাভিনয়। উল্লেখ্য, কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার বলরামপুরেই ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন আহমেদের জন্ম। পাশাপাশি নায়েবআলি টেপু, প্যারিমোহন দাসের মতো প্রখ্যাত ভাওয়াইয়া সঙ্গীতশিল্পীর জন্মও সেখানে। আবার কালজানি নদীর ওপারে মানসাইতে টগর অধিকারী ও তুফানগঞ্জে সুরেন্দ্রনাথ রায় বসুনিয়ার মতো শিল্পীদের জন্ম হয়েছিল। তাই ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হচ্ছে বলরামপুরে। তুফানগঞ্জ-১ ব্লকের বলরামপুর হাইস্কুল ফুটবল ময়দানে প্রতিযোগিতার আসর বসেছে। চারদিনের অনুষ্ঠানে বাংলা ও অসমের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা অংশ নিচ্ছেন। 


    প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, বলরামপুর হাইস্কুলের মাঠে এবার প্রতিযোগিতার আসর বসেছে। যে সংখ্যক ভাওয়াইয়া অনুরাগী মানুষের সমাগম হয়েছে, তা আগে কখনও দেখিনি। প্রতিযোগী সহ ২০০’র বেশি শিল্পী চারদিনে অংশ নেবেন। 


    উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, অন্যত্র অনুষ্ঠান ছিল। সেখানে গিয়েছিলাম। আমরা যত বেশি জায়গায় ছড়িয়ে পড়ব, তত মানুষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)