হলুদে রাঙা বসন্ত পঞ্চমী সকাল থেকেই দিকে দিকে পড়ুয়াদের ভিড়
বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ, মালদহ ও সংবাদদাতা পতিরাম: সোমবারও সরস্বতী পুজোর আনন্দে জমজমাট গৌড়বঙ্গ। উত্তর দিনাজপুর, মালদহ ও দক্ষিণ দিনাজপুরের স্কুল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভিড় জমল হলুদ রঙা শাড়ি, পাঞ্জাবি পরা পড়ুয়াদের। সঙ্গে দেদার ঘোরাফেরা, খাওয়াদাওয়া। বেশিরভাগ স্কুলেই বসল পুজোর ভোজের আসর। প্রায় সর্বত্রই ছিল ফ্রায়েড রাইস, পনিরের তরকারি, খিচুড়ি, বোদের মতো লোভনীয় কমন মেনু। অনেকেই বলছেন এবার পুজো দু’দিন হওয়ায় পুজোর বাড়তি আনন্দ লুটেপুটে নিয়েছে সব বয়সি পড়ুয়া থেকে সদ্য কলেজ উত্তীর্ণ যুবক-যুবতীরাও।
রবিবার থেকে শুরু হলেও বহু পড়ুয়ার পরিকল্পনা ছিল সোমবার কেন্দ্রিক। সেইমতো এদিন সকাল থেকেই বহু শিক্ষা প্রতিষ্ঠানের মণ্ডপে পুজোর আয়োজন হয়। অঞ্জলি দেওয়ার ভিড়ও জমে যায় মণ্ডপে মণ্ডপে। অনেক উৎসাহী তরুণ-তরুণী আবার সোমবারও মায়ের পায়ে অঞ্জলি দেন।
রায়গঞ্জে এদিন বহু স্কুলে পড়ুয়াদের জন্য ভোজের আসর বসে। রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি স্কুল সহ সুভাষগঞ্জ, কর্ণজোড়া, রূপাহারে সারদা শিশু তীর্থ, সারদা বিদ্যমন্দিরে (সিবিএসসি), সারদা বিদ্যমন্দির (বাংলা মাধ্যম) সহ বহু স্কুলেই পড়ুয়াদের জন্য বিশেষ ভোজের আসর বসে। প্রায় সর্বত্রই ছিল ফ্রায়েড রাইস, পনিরের তরকারি বা খিচুড়ি, ফুলকপির তরকারি, চাটনি, বোদের মতো লোভনীয় সমস্ত কমন মেনু। অনেক স্কুল আবার আগামী ৭ ফেব্রুয়ারি পুজোর ভোজ করানোর পরিকল্পনা নিয়েছে।
দুর্গাপুরের ভূপাল চন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বলেন,উৎপল কুমার গোস্বামী বলেন, স্কুলের ক্লাসে যাতে বিঘ্ন যাতে না ঘটে তার জন্য আমরা ৭ ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষ্যে ভোজের আয়োজন করেছি। আমাদের স্কুলের মেনুতে ফ্রায়েড রাইস, পনিরের তরকারি ও সঙ্গে চাটনি, মিষ্টি থাকছে।
এদিন ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবেও সরস্বতী পুজো হয়। একইভাবে প্রবল উৎসাহ উদ্দীপনার সঙ্গে সরস্বতী পুজো পালিত হয় দক্ষিণ দিনাজপুর জেলাতেও। পুজো উপলক্ষ্যে এদিন সকাল থেকেই ভিড় বাড়ে বালুরঘাট শহরে। বালুরঘাট কলেজ, ল কলেজ, বিএড কলেজ সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানে এদিন ছাত্রছাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। সেলফি ও নাচেগানে আনন্দ উৎসবে মাতেন ছাত্রছাত্রীরা।
বালুরঘাট কলেজের পুজোতে এবারের থিম ছিল রাজরাজেশ্বরী। এবারে পুজোর মূল আকর্ষণ প্রতিমার রাজকীয় রূপ। পুরনো দিনের পুঁথিগত শিক্ষা কলেজের পুজোতে তুলে ধরা হয়েছে। অন্যদিকে, হিলির বাবুপাড়ায় একটি পুজো মণ্ডপ এবারের সরস্বতী পুজোয় নজর কাড়ল। পুজোতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি এবং স্নাতক শ্রেণি পর্যন্ত থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সর্বশেষে বেকারত্ব বিষয়টিকে সামনে আনা হয়েছে। যা দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন। বালুরঘাটের বালিন্দর এলাকায় বালিন্দর ইনক্লাব সঙ্ঘের তরফে ১০ হাত সরস্বতী প্রতিমায় পুজোয় আয়োজন করা হয়। জেলার মধ্যে থেকে সবচেয়ে বড় উচ্চতার পুজো ঘিরে দর্শনার্থীদের উৎসাহ দেখা গিয়েছে।
অন্যদিকে, মালদহে এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর পুজোর আয়োজন হয়। এদিন মালদহ প্রেস কর্ণারে ধুমধাম করে পুজো হয়। প্রেস কর্ণারেই পাত পেড়ে খাওয়া-দাওয়া করেন জেলার সাংবাদমাধ্যমের কর্মী থেকে নিমন্ত্রিত অতিথিরা। জেলার বিভিন্ন পার্কে ভিড় ছিল। তিল ধারণের জায়গা ছিল না রেস্তোরাঁগুলিতেও। নিজস্ব চিত্র।