• সারদা শিশুতীর্থের সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকনৃত্য, রামায়ণ তুলে ধরল পড়ুয়ারা
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • পবিত্র বর্মন, শিলিগুড়ি: পাথরঘাটার সারদা শিশুতীর্থে দু’দিনব্যাপী অনুষ্ঠানের সোমবার সমাপ্তি হল। বার্ষিক সাংস্কৃতিক শিশুবিচিত্রা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় এদিন। রবিবার সরস্বতী পুজোর পর স্কুলে অরুণ থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়ারা নানান প্রতিযোগিতামূলক কর্মসূচিতে অংশ নেয়। প্রতিযোগিতাগুলির মধ্যে অন্যতম ছিল প্রাতঃস্মরণম, গায়ত্রী মন্ত্র বলা, গীতার দ্বাদশ অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় শ্লোক বলা। সোমবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 


    এদিন বিকেল থেকে স্কুল প্রাঙ্গণে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, স্কুলের সম্পাদক মণিকুমার লামা, শিক্ষানুরাগী রাজীবনয়ন পাঠক প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বিচিত্রা’য় স্কুলের খুদেরা রামায়ণের কাহিনী নিয়ে একটি নাটক মঞ্চস্থ করে। খুদে পড়ুয়ারা গুজরাতের ডান্ডিয়া, বোড়ো-মেচ জনগোষ্ঠীর নৃত্য তুলে ধরে। ছিল রাজবংশীদের গোয়ালিনী নৃত্য। স্কুলের প্রধানাচার্য হীরেন্দ্রনাথ দাস বলেন, জাঁকজমকভাবেই দু’দিন ধরে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। 


    হীরেন্দ্রবাবুর সংযোজন, রবিবার সরস্বতী আরাধনার পরই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিটি শ্রেণির পড়ুয়ার জন্য প্রতিযোগিতা ছিল। প্রথমদিনের অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন স্থানীয় বিধায়ক, বিশিষ্ট সমাজসেবী অদ্বৈতচরণ দত্ত, গৌরাঙ্গ দাস, বিশিষ্ট ব্যবসায়ী রামঅবতার বেরেলিয়া, স্কুল পরিচালন সমিতির সহ সভাপতি সুনীল সাহা, সহ সম্পাদক মণীশ আগরওয়াল, কোষাধ্যক্ষ মহেশকুমার আগরওয়াল প্রমুখ। 


    দুই দশক ধরে পাথরঘাটায় এই স্কুল শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুরা এই স্কুলে পড়াশোনা করে। এই স্কুল থেকে পড়ে অনেক প্রাক্তনী নিজ নিজ ক্ষেত্রে আজ প্রতিষ্ঠিত। প্রধানাচার্য জানান, এখন বাংলা মাধ্যমে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস চলে। আগামী এপ্রিল থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা শুরু হবে। প্লে স্কুল থেকে যার যাত্রা শুরু হবে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)