নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: একই ক্যাম্পাসে দু’টি কলেজের সরস্বতী পুজো। মাঠের একদিকে শিলিগুড়ি কলেজের, অন্যদিকে শিলিগুড়ি কমার্স কলেজের মণ্ডপ। দুই কলেজই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই অনুষ্ঠানের মাইক বাজানো নিয়ে সোমবার শিলিগুড়ি কলেজ এবং কমার্স কলেজের পুজো কমিটির মধ্যে বচসা ঘিরে উত্তেজনা ছড়ায়। দুই কলেজের টিএমসিপি সদস্যরা অশান্তিতে জড়িয়ে পড়েন। কমার্স কলেজের এক টিএমসিপি নেতা শিলিগুড়ি কলেজের প্যান্ডেল কনভেনারকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। যার জেরে সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল হওয়ার উপক্রম হয় শিলিগুড়ি কলেজে। পুজো দেখতে আসা তরুণ তরুণীরা এসব দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে শেষপর্যন্ত ক্যাম্পাসে আসে শিলিগুড়ি থানার পুলিস। কলেজে আসতে বাধ্য হন দার্জিলিং জেলা তৃণমূলের নেতারাও। পরে পরিস্থিতি শান্ত হয়।
শিলিগুড়ি কলেজ মাঠেই সরস্বতী পুজো করে আসছে কমার্স কলেজ। রবিবার পুজো করেছে কমার্সের পড়ুয়ারা। সোমবার পুজো করে শিলিগুড়ি কলেজ। ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে শিলিগুড়ি কলেজ এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অভিযোগ, একই সময়ে কলেজের মাঠেই তারস্বরে ডিজে বক্স বাজাতে শুরু করেন কমার্সের পড়ুয়ারা। এমন অবস্থায় সমস্যায় পড়ে শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ, অনুষ্ঠান বাতিল করার জন্য হুমকি দেওয়া শুরু করেন কর্মাস কলেজের টিএমসিপি নেতা সৌরভ ভাস্কর। ওই ছাত্রনেতা এক শিক্ষককেও হুমকি দেন বলে অভিযোগ। পরিস্থিতি অন্যদিকে গড়ালে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবের নির্দেশে কলেজে পৌঁছন জেলা তৃণমূলের নেতারা।
শিলিগুড়ি কলেজের প্রিন্সিপাল সুজিত ঘোষ জানান, হুমকি দেওয়ার কোনও অভিযোগ পাননি। শিলিগুড়ি কলেজের অধ্যাপিকা বিদ্যাবতী আগরওয়ালা বলেন, সরস্বতী পুজোর অনুষ্ঠান বন্ধ করে দিতে হুমকি দেওয়া হচ্ছিল। এসব চলতে পারে না।
যদিও তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি নির্ণয় রায় কলেজে এসে বলেন, দল এসব সমর্থন করে না। যা হয়েছে তার সঙ্গে টিএমসিপির যোগ নেই। কোনও নেতা যদি এমন কিছু করে থাকে, তার দায়িত্ব তাকেই নিতে হবে। পরিস্থিতি সামলাতে মেয়রের নির্দেশে কলেজে এসে বৈঠক করতে বাধ্য হন তৃণমূল শিক্ষা সেলের জেলা নেতা সুপ্রকাশ রায়। যদিও তিনি বলেন, আমি নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি। ওসব ব্যাপারে কিছু জানা নেই। একই কথা জানান দলের জেলা (সমতল) সভানেত্রী পাপিয়া ঘোষ। যদিও যাঁর বিরুদ্ধে এমন অভিযোগ সেই সৌরভ ভাস্কর বলেন, সবটাই ভিত্তিহীন অভিযোগ। শিলিগুড়ি কলেজের এবার প্ল্যাটিনাম জুবিলি। তাই আমরা এবার মণ্ডপের স্থান পরিবর্তন করে কলেজের একটি কোণে করেছি। শিলিগুড়ি কমার্স কলেজের প্রতিমার সঙ্গে সেলফি। - নিজস্ব চিত্র।