নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সিপিএমের জেলা সম্মেলন মানেই নিশ্ছিদ্র ঘেরাটোপ। তার ভিতরে দীর্ঘ আলোচনা। খানিকটা গোপনীয়তা রেখেই। এবার পুরোনো সেই রীতি থেকে বেরিয়ে মাঠে জেলা সম্মেলন করল সিপিএম। জনমানসের নজরে পড়তে এই উদ্যোগ। সোমাবার কোচবিহারের রাসমেলা মাঠে দলের ২৩তম জেলা সম্মেলন হয়। এরপরই শুরু হয় প্রতিনিধি সম্মেলন। এই সম্মেলন হয়েছে রাসমেলা মাঠেই। যদিও সেই স্থল ছিল ঘেরা দেওয়া। বিকেল থেকে রাত ও মঙ্গলবার দিনভর এই প্রতিনিধি সম্মেলন চলবে। প্রকাশ্য সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, জেলা সম্পাদক অনন্ত রায়, জেলা সম্পাদক মণ্ডলির সদস্য মহানন্দ সাহা। সভা থেকে মহম্মদ সেলিম বিজেপি ও তৃণমূলকে একইভাবে আক্রমণ শানেন। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন নীতি, সাম্প্রতিক রাজ্যের বিভিন্ন ঘটনাবলী, ধর্ষণ, মৃত্যু, সীমান্তে অনুপ্রবেশ, পাচার আটকানো নিয়ে গাফিলতি প্রভৃতি নিয়েও সরব হন।
সেলিম বলেন, সরকার চায় না সিপিএম সভা, সম্মেলন করুক। কোনও হল পাইনি। ডিএম, এসপি, পুরসভা আমাদের সভা করতে দেয় না। তা বলে কি সম্মেলন হবে না? বাধা অতিক্রম করেই আমরা সম্মেলন করব। সিপিএমে এবার খোলা হাওয়া। এখানেই সবাইকে ডাকা হয়েছে। আগে বলা হতো সব লুকিয়েচুরিয়ে হচ্ছে। এবার মাঠে হচ্ছে। বসন্ত এসে গেছে, এটা তার প্রমাণ।