নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শহর শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাসে ফের পথ দুর্ঘটনায় জখম বেশ কয়েকজন। জানা গিয়েছে, সোমবার একটি গাড়ি ইস্টার্ন বাইপাস এলাকা দিয়ে দ্রুতগতিতে যাওয়ার ফলে অনিয়ন্ত্রিত হয়ে বেশ কয়েকজনকে ধাক্কা মারে। ইস্টার্ন বাইপাস এলাকায় বেশকিছু জায়গায় পথচারীদের জখম করে পালিয়ে যায় গাড়িটি। পরে শান্তিনগর আমতলা এলাকায় গাড়ি রেখে পালিয়ে যায় চালক। এলাকাবাসীরা পরে ওই গাড়িটিতে ভাঙচুর চালান। পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানা গিয়েছে, অন্ততপক্ষে তিনজন জখম হয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসা করাতে পৌঁছেছেন।