• মাঝাবাড়িতে মণ্ডপ থেকে সরস্বতী প্রতিমা তুলে নিয়ে গেল যুবক
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সরস্বতী পুজোর মণ্ডপ থেকে উধাও হল প্রতিমা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের মাঝাবাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার মাঝাবাড়ির বাসিন্দারা সরস্বতী পুজোর আয়োজন করেন। রীতি মেনে পুজোও করা হয়। রাতে সকলে বাড়ি চলে যান। এরপর এলাকারই কিছু যুবক সেখানে মদ্যপান করে। 


    নেশাগ্রস্ত অবস্থায় এলাকারই এক যুবক মণ্ডপ থেকে সরস্বতী প্রতিমা তুলে নিয়ে যায়। সেই সময় বাসিন্দারা দেখে ওই যুবককে আটকাতে গেলে সে পাল্টা ঢিল ছোড়ে বলে অভিযোগ। মণ্ডপের লাইটের তার ছিঁড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সরস্বতী প্রতিমা মণ্ডপে না রেখে বাড়িতে নিয়ে যায় সেই যুবক। 


    ঘটনার পর সোমবার সকালে আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন বাসিন্দারা। সেই অভিযোগের ভিত্তিতে যুবকের বাড়িতে যায় পুলিস।


    অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক। যদিও যুবকের পরিবারের সদস্যরা দাবি করেন, পুজো করার উদ্দেশ্যে নিয়ে এসেছিল প্রতিমা। প্রতিমাটি পুজোও করেছে। পুলিস জানিয়েছে, যুবকের সন্ধান চলছে। তাকে পাওয়া গেলে জিজ্ঞাসাবাদ করা হবে। 
  • Link to this news (বর্তমান)