• এনজেপি থেকে নাবালিকা উদ্ধার
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এক নাবালিকাকে উদ্ধার করে পুলিসের হাতে তুলে দিলেন নিউ জলপাইগুড়ি স্টেশনের আইএনটিটিইউসি কর্মীরা। জানা গিয়েছে, অরুণাচল প্রদেশ থেকে ওই নাবালিকাকে তার মাসি শিলিগুড়িতে কাজ দেওয়ার নাম করে গত শনিবার নিয়ে আসে। রবিবার শিলিগুড়ির খালপাড়ার যৌনপল্লিতে তাকে বিক্রি করে দেয় তার মাসি অঞ্জলি। এরপর ওই নাবালিকাকে একটি ঘরে তালা বন্ধ করে রাখা হয়েছিল বলে অভিযোগ। কোনওমতে সেখান থেকে পালিয়ে আসে সে। এরপর সোজা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছয়। স্টেশনে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে থাকে। তাকে দেখে সন্দেহ হওয়ায় স্টেশনের গাড়ি চালকদের একাংশ উদ্ধার করে আইএনটিটিইউসি কার্যালয়ে নিয়ে যান। পরে আইএনটিটিইউসির নেতা সুজয় সরকার নিউ জলপাইগুড়ি থানায় খবর দিলে পুলিস এসে ওই নাবালিকাকে উদ্ধার করে।
  • Link to this news (বর্তমান)