• জখম হাতির চিকিৎসায় টিম গঠন
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, নাগরাকাটা: মালবাজারের জখম হাতির চিকিৎসার জন্য বনদপ্তর গঠন করল তিন সদস্যের মেডিক্যাল টিম। বন্যপ্রাণী ও প্রাণী চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল টিম আজ, বৃহস্পতিবার আপালচাঁদের জঙ্গলে গিয়ে হাতিটির চিকিৎসা করবেন। এ খবর দিয়েছেন গোরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতীম সেন। উল্লেখ্য, গত শনিবার মালবাজারে জঙ্গল থেকে বেরিয়ে আসা দাঁতাল হাতিটি জখম হয়ে এই মুহূর্তে আপালচাঁদের জঙ্গলে ঘোরাফেরা করছে। শনিবার একটি কংক্রিটের ওয়াচ টাওয়ার ও আর্থমুভারে মাথা দিয়ে আঘাত করে জখম হয় হাতিটি।  
  • Link to this news (বর্তমান)